পানিহাটি রেড ভলেন্টিয়ার এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির :
গ্রীষ্মকালীন করোনা ভাইরাস এর আক্রমণের ফলে ব্লাড ব্যাংক গুলো রক্ত শূন্য হয়ে যাওয়ায় রক্তদান শিবিরের উদ্যোগ নিলেন সিপিআই(এম) পানিহাটি দু'নম্বর এরিয়া কমিটির অন্তর্গত ১৭ নম্বর ওয়ার্ড ২২, ৩২ এবং ৩৩ নম্বর ওয়ার্ড l এই ৪ টি ওয়ার্ডের রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির l এই রক্তদান শিবির টি অনুষ্ঠিত হয় সোদপুর মধ্যমগ্রাম রোড ইন্দ্রলোকের দুই নম্বর এবং তিন নম্বর এরিয়া কমিটির অফিসে l রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করতে আসেন কলকাতা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের কর্মীরা l রক্তদান শিবিরে ৫০ জন রক্তদাতার তাদের মূল্যবান রক্ত স্বেচ্ছায় রক্তদান করেন l
রক্তদান শিবির টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী l রক্তদান শিবিরে রক্ত দান তাদেরকে উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন সি আই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদিকা এবং সিপিআই(এম) রাজ্য কমিটির অন্যতম সদস্য গার্গী চ্যাটার্জী l
উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য তনময় ভট্টাচার্য l সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী ও অনির্বাণ ভট্টাচার্য প্রাক্তন সর্বভারতীয় ছাত্রনেত্রী ও সিআই টি ইউ উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য পিয়াংকা কাঞ্জিলাল l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন