বারাসাত সমন্বয় পরিবার :
আমাদের অধিকাংশের লক্ষ্য সুন্দরবন সংলগ্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা। কিন্তু নিষিদ্ধ পল্লীর মা-বোনেরা এই মুহুর্তে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কোন দিন অর্ধাহারে, কোন দিন অনাহারে দিন গুজরান হচ্ছে। লকডাউন, সরকারি বিধি নিষেধ, করোনা আতন্ক, ট্রেন বাস বন্ধ। খদ্দের নেই অন্ধকারের মা বোনদের। রুজি রোজগার বন্ধ করে খিদের সঙ্গে সমঝোতা করে কোনক্রমে না মরে বেঁচে আছেন যৌনকর্মীরা।
লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সম্পাদিকা রঞ্জনা সেনগুপ্তর উদ্যোগে,আই এম, এ এবং রোটারি ক্লাব বারাসাত মেট্রোপলিটন ও কানাড়া ব্যান্ক এমপ্লয়িজ ইউনিয়ন রাজ্য শাখার সহযোগিতায়, ডাঃ বিবর্তন সাহার অভিভাবকত্বে বারাসাত সমন্বয় পরিবারের ব্যবস্হাপনায় টিটাগর তালপুকুর নিষিদ্ধ পল্লীর শতাধিক অসহায় মা বোনদের ১৫ দিনের পনের রকম মুদি দ্রব্য এবং শতাধিক শিশুকে দুধ, ডিম, কলা, আম, মুসম্বি লেবু উপহার দেওয়া হয়।
একই সঙ্গে সমগ্র এলাকায় উন্নত মানের মেসিন দিয়ে স্যানিটেসন করা হয়।
বারাসাত সমন্বয় পরিবারের পক্ষ থেকে আজকের কর্মসূচি সদ্য প্রয়াত আমাদের বন্ধু জয়শ্রী স্মরনে উৎসর্গ করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন