ভ্যাকসিন দুর্নীতি ও ফ্রী ভ্যাকসিন এ দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে বামেদের বিক্ষোভ কর্মসূচি :

সারা রাজ্য জুড়ে বামেরা পেট্রোল ডিজেল মূল্যবৃদ্ধি বিরুদ্ধে আন্দোলন গর্জে তুলেছেন l যেভাবে তৃণমূল সরকার একুশে নির্বাচনের আগে চাল চোর তিরপল চোর বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিল একইভাবে একুশে নির্বাচনের পালাবদলের পর বামেদের দাবি তৃণমূল কংগ্রেসের ভ্যাকসিন চুরি তে ব্যস্ত l তারি প্রতিবাদে আজ দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে ভ্যাকসিন দুর্নীতি ও কামারহাটি প্রবর্তক জুট মিল খোলার দাবিতে কামারহাটি দেশপ্রিয় নগরজুড়ে সিপিআইএমের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করেন l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে বামেদের মূল দাবি (১) সকলকে ফ্রী ভ্যাকসিন দিতে হবে l (২) ভ্যাকসিন নিয়ে কালোবাজারি চলবে না l ভ্যাকসিন এর সাথে যুক্ত দুর্নীতি যারা করছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে l (৩) কামারহাটি প্রবক্ত জুটমিল অবিলম্বে খুলতে হবে l (৪) শিশু বিভাগ অবিলম্বে বাড়াতে হবে l( ৫) পেট্রোল ডিজেল দাম নিয়ন্ত্রণ করতে হবে l (৫) ভ্যাকসিন নিয়ে তৃণমূলের স্বজনপোষণ বন্ধ করতে হবে l এই বিভিন্ন দাবি নিয়ে আজ রামেরা দেশপ্রিয় নগরে রাজপথে l আজকের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম )দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক ও উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্য প্রদীপ মজুমদার , সিআই টি ইউ  উ: ২৪ জেলার সদস্য নেতা সুবীর ভট্টাচার্যী l কামারহাটি সি আই টি ইউ প্রবর্তক জুট মিল সম্পাদক নিলয় দত্ত , সিপিআই(এম) এরিয়া কমিটির সদস্য রতন ভট্টাচার্য l এ ছাড়া এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিল সিপিআই(এম )কর্মী সর্মথকরা ও গণসংগঠনের কর্মীরা l  প্রদীপ মজুমদার এর দাবি এই আন্দোলন তারা আরো চালিয়ে যাবেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**