বেলঘড়িয়া প্রফুল্ল নগরে সাধারণ মানুষের পাশে রেড ভলেন্টিয়ার :

কোরনাতে ভারত বর্ষ এবং রাজ্য যখন কোরনাতে মানুষ দিশাহারা l তারি মাঝে একুশে গণতন্ত্রের উৎসব l বামেরা প্রথম করোনার শুরু থেকে তারা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন l কোরনার সাথে সাথে  আম্ফান ঝড় প্রাকৃতিক বিপর্যয় l  রাজ্যের সর্বত্র আম্ফান ঝড়ের ক্ষতিগ্রস্ত l সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামেরা গোটা রাজ্য জুড়ে বাম কর্মীরা মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে গেছেন l মানুষ যখন কোরনায় অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়েছেন l সেই সময় বামপন্থীরা শ্রমজীবী বাজা ,শ্রমজীবী ক্যান্টিন বিভিন্ন জায়গায় চালু করে lসাধারণ মানুষ কিছুটা শান্তি দেওয়ার জন্য l যাতে তারা কিছুতো উপকৃত হয় l এছাড়া বামপন্থী কর্মীরা সেই সময় সিপিআই(এম) রেড ভলেন্টিয়ার কর্মী তৈরি করেন l কোরনা রোগীদের পাশে ছুটে বেড়িয়েছেন কোরনা রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়া l তাদের বাড়ি স্যানিটাইজার করা এবং তাদের বাড়িতে খাদ্য সামগ্রী ও ওষুধ পৌঁছে দেওয়া l দ্বিতীয় ঢেউ ও যশ প্রাকৃতিক ঝড় রাজ্য ক্ষতিগ্রস্ত  l রাজ্যে যখন কালোবাজারির জন্য অক্সিজেনের অভাব l সেই সময় বামপন্থী রেড ভলেন্টিয়ার ছুটে বেড়িয়েছেন অক্সিজেন নিয়ে কোরনা রোগী মানুষের দরবারে l  তারপরেও একুশে নির্বাচন বামেদের ভরাডুবি l মানুষ বামেদের নির্বাচনে বিশ্বাস করতে পারিনি l সাধারণ মানুষ বামেদের কাছ থেকে উপকার নিলে ও বামেদের সাধারণ মানুষের  নির্বাচনে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারিনি  জোট এবং সংযুক্ত মুদ্রা  l একুশে নির্বাচনে বামেদের এ রাজ্যে এটিও রাজ সিংহাসন দখল করতে পারিনি l তথাপি বামেরা তারা তাদের কাছ থেকেও সরে যায়নি l নির্বাচনে ভরাডুবির পরেও বামেরা একুশে নির্বাচনে শূন্য পাবার পরেও মানুষের কাছ থেকে সরে যায়নি l কিন্তু সাধারণ মানুষ আজও বিপদের সময় একমাত্র বামপন্থীদের বিপদের বন্ধু হিসাবে মনে করেন l সাধারণ মানুষ একুশে নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রচুর আসন দিলেও সাধারণ মানুষ বামেদের ওপর ভরসা রেখেছে l তারা জানে বিপদের সময় বামেদের রেড ভলেন্টিয়ার কর্মীরাই তাদের পাশে থাকবে l সাধারণ মানুষের জন্য অক্সিজেন,কোরনা রোগীকে ভর্তি করা বামেরা সাহায্য করতে পারে l তাই  এই কাজটি আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং কোরনার কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কামারহাটিতে রেড ভলেন্টিয়ার এর নেতৃত্ব  সায়নদীপ মিত্রের হাতে ১৮ নম্বর ওয়ার্ডের সিপিআই(এম )প্রফুল্ল নগর শাখার পক্ষ থেকে শাখা সম্পাদক স্বপন
সরকার স্যানিটাইজার মেশিন, পিপি কিট তুলে দেন। যাতে  রেড ভলেন্টিয়ার কর্মীরা মানুষের কাছে আরো সহযোগিতা হাত বাড়ি দিতে পারে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **