রেড ভলেন্টিয়ার পাশে পানিহাটি সাধারণ মানুষ :

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার সাথে সাথে পথে নেমে পড়ে ডি ওয়াই এফ আই এবং এস এফ আই সহ সিপিএমের নেতাকর্মীরা করোনাভাইরাস রোগে যখন মানুষ আক্রান্ত হচ্ছে সেই সময় তাদের পরিবারের লোকেরাও পাশে থাকতে চাইছে না সেই রোগীদেরকে হাসপাতালে ভর্তি করা করণা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের পুরানো ওষুধ পৌঁছে দেওয়া অক্সিজেন পৌঁছে এই কাজে জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে একটাই লক্ষ্য মানুষকে বাঁচাতে হবে মানুষের পাশে থাকতে হবে সেই কাজে পাশাপাশি এলাকায় স্যানিটাইজার করা মানুষের মনের থেকে এই রোগ সম্বন্ধে ভয় ভীতি দূর করা এই কাজে লাল ঝান্ডা ছাত্র-যুব রা পথে রয়েছে তাদের কাজে সন্তুষ্ট হয়ে তাদের পাশে দাঁড়ানোর তাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আগরপাড়া মহাজাতি অঞ্চলের বেশ কিছু মানুষ স্বেচ্ছায় তারা এগিয়ে এসে তাদের কাজের প্রয়োজনীয় জিনিস মানুষের পাশে থাকার জন্য প্রতিমুহূর্তে যে সমস্ত জিনিসের দরকার তা কিনবার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল মহাজাতি অঞ্চলের মানুষ মহাজাতি অঞ্চলের সিপিআইএম নেতৃত্বে রাতে তারা টাকা তুলে দেন সেই টাকা আজ দুপুরে মহাজাতি অঞ্চলের সিপিআইএম নেতৃত্ব পানিহাটি সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির অফিসে এসে পানিহাটি এক নম্বর এরিয়া কমিটি রেড ভলেন্টিয়ার আহবায়ক মানিক পাল এর হাতে 25000 হাজার টাকা তুলে দেন আগরপাড়া মহাজাতি অঞ্চলের সিপিআইএম নেতৃত্ব সুব্রত দে দেবাশীষ চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন সিপিআইএম পানিহাটি এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক অদ্বৈত পাল সহ মহাজাতি অঞ্চলের ছাত্ররা অদ্বৈত পাল এবং মানিক পাল জানান এইভাবে আমাদের কাজে সন্তুষ্ট হয়ে পানিহাটি অঞ্চলের অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাহায্যের দুই হাত বাড়িয়ে দিচ্ছেন ইতিমধ্যে আমাদের এরিয়া কমিটি অঞ্চলের দুজন মানুষ তারা তাদের গাড়ি এই কাজে ব্যবহারের জন্য রেড ভলেন্টিয়ার এর হাতে তারা সেই গাড়ির চাবি এবং গাড়ি তুলে দিয়েছেন এইভাবে প্রচুর মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে আমরা সেই সমস্ত সুহৃদয় ব্যক্তি যারা এগিয়ে আসেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই এবং আমরা এই কাজে আরো অনুপ্রাণিত হচ্ছি আমাদের রেট ভলেন্টিয়ার এর কর্মীরা অনুপ্রাণিত হচ্ছেন আমরা আগেও মানুষের পাশে ছিলাম আগামী দিনে এভাবেই মানুষের পাশে আমরা থাকবো l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **