আগরপাড়া দুস্থ মানুষের পাশে মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকারা :
আজ দুপুরে আগরপাড়া এক মানবিক মুখ শিক্ষার পাশে অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর ছবি উঠে আসলো আগরপাড়া মহাজাতি সাবিত্রী হাই স্কুলের শিক্ষিকাদের l স্টাফদের সহযোগিতায় এক অভিনব কর্মসূচি তারা পালন করলেন l স্কুলের টিচার্স ইনচার্জ নন্দিতা সরকার জানান এই করোনা ভাইরাসের ফলে লকডাউন চলায় প্রচুর মানুষের কাজ চলে গেছে অর্থনৈতিক সংকটে পড়েছে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে দাড়িয়ে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে l
আমাদের স্কুলের সমস্ত শিক্ষিকা সহ স্কুলের স্টাফরা মিলেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি l আমাদের পক্ষ থেকে এলাকার মানুষদের আলু পটল কুমড়ো ঢেঁড়স টমেটো লঙ্কা সহ চার রকমের মসলা তেল ডিম সোয়াবিন বিভিন্ন খাবার এর জিনিস আগরপাড়া মহাজাতি অঞ্চলের অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হয় l
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিচার্স ইন চার্জ পানিহাটি পৌরসভা কো-অর্ডিনেটর তন্দ্রা ঘোষ এবং আট নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর অনুপম দত্ত সহ এলাকার মানুষরা l অনুপম দত্ত জানান শিক্ষিকাদের এই উদ্যোগ এবং ভাবনা আমরা অভিনন্দন জানাই l উনাদের সাথে আমাদের এলাকার মানুষরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে l প্রায় ২০০ জন অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষের হাতে আজ বিভিন্ন ধরনের সবজি মসলা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হয় l আমরা সকলে মিলে শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হবে l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন