শূন্য পাওয়া সিপিআই(এম ) "রেড ভলেন্টিয়ার ,, কর্মীরা মানুষের পাশে :


যে কাজ করার কথা ছিল রাষ্ট্রের বা রাজ্য সরকার অথবা পৌরসভা l তাদের ব্যর্থতা এবং অপদার্থতার জন্যই সেই কাজের দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থে সেই কাজ রেট ভলেন্টিয়ার দের কাঁধে তুলে নিতে হলো l 

খরদা চিটাগর আঞ্চলিক কমিটির ছাত্র-যুবদলের রেড ভলেন্টিয়ার এর পক্ষ থেকে যেভাবে করোনাভাইরাস আক্রমণ শুরু হওয়ার প্রথম থেকে ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষের স্বার্থে l
 কোরনা ভাইরাসে আক্রান্ত মানুষকে হাসপাতালে ভর্তি করা অক্সিজেন পৌঁছে দেওয়া ওষুধ পৌঁছে দেওয়া খাবার তার পাশাপাশি এলাকা স্যানিটাইজার করা কাজ ও তারা কাঁধে তুলে নিয়েছে l 
টিটাগর খরদা রেড ভলেন্টিয়ার এর পক্ষ থেকে আজ মধুসূদন মুখার্জী রোড খরদা বলরাম হাসপাতালে সামনের বাজার অঞ্চল এবং খরদা পৌরসভার অন্তর্গত ২১ নম্বর ২২ নম্বর ১৯ ওয়ার্ডের সংযোগস্থল অঞ্চলগুলো  কে করোনাভাইরাস জীবাণুমুক্ত করা হয় l 
এই কাজ দেখে এলাকার মানুষ সিপিআই(এম )রেড ভলেন্টিয়ার কর্মীদের কুর্নিশ জানিয়েছেন l রেড ভলেন্টিয়ার কর্মীরা বললেন সিপিআই(এম )কর্মীরা ২০২১ নির্বাচনে যে দাবী রেখেছিল মানুষের দাবি নিয়ে তারা যেমন পথে থাকবে সেই তারা মানুষের জন্য সমাজ মূলক কাজ করে যাবে সেই ভাবে  শূন্য পাওয়া সিপিআই(এম) কর্মী রেল ভলেন্টিয়ার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন l আগামী দিনে সাধারণমানুষ অবশ্য তাদের আবার পশ্চিমবাংলায় মানুষের সাথে ফিরিয়ে আনবেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**