গুড উইল এবং বন্ধু চলো এই দুই সংস্থার যৌথ উদ্যোগে বন্ধু হিসাবে রেড ভলেন্টিয়ার কর্মীদের পাশে :

যখন করোনা ভাইরাস এর আক্রমণ আমাদের রাজ্য জুড়ে শুরু হয় l নির্বাচনের পর থেকেই রাজ্যজুড়ে বামপন্থী ছাত্র যুবরা নেমে পড়েছিল রাস্তায় l কোরনা ভাইরাস এর বিরুদ্ধে লড়াইয়ে মানুষ যখন ভয় মধ্যে কাটাচ্ছে l রাজ্য ও কেন্দ্র সরকার যখন দিশেহারা l 
কিছু না যখন দূরে সরে যাচ্ছে l সেই সময় রেড ভলান্টিয়াররা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা সবকিছুকে পিছনে ফেলে দিয়ে একটাই শপথ ছিল মানুষকে বাঁচাতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে l সেই অঙ্গীকার l তারা দিন রাত মানুষের পাশে থেকেছে l 

তাই খরদা অঞ্চলের রেড ভলেন্টিয়ার দের পাশে দাঁড়ালো খরদা দুটি সমাজসেবী সংস্থা l তাদের সহযোগিতায় গুড উইল এবং বন্ধু চলো এই দুই সংস্থার যৌথ উদ্যোগে আজ গুড উইল সংস্থা রেড ভলেন্টিয়ার দের ১০ জন স্বেচ্ছাসেবকের ভ্যাকসিন দিতে তারা এগিয়ে আসলো l১০ জন ভলেন্টিয়ার্স স্বেচ্ছাসেবক কে ভ্যাকসিন দেওয়া হলো l 
তাদের সহযোগিতায় এছাড়াও তারা এই রেট ভলেন্টিয়ার দের হাতে পাঁচটি পিপি কিট তুলে দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে l এই ধরনের উদ্যোগকে অঞ্চলের মানুষ শুভেচ্ছা জানাই l যে দুটি সংস্থা এই রেট ভলেন্টিয়ার দের পাশে দাঁড়ালো তাদের প্রতি এলাকার মানুষ শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**