বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ভাটপাড়ার মাদ্রাল হরিতকিতলায় :
তরমুজের মতো দেখতে বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলল ভাটপাড়া থানার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল হরিতকিতলার ব্যানার্জি পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পেশায় পুরোহিত তপেশ ভট্টাচার্যের স্ত্রী দেখেন বাড়ির কলতলায় তরমুজের মতন একটা কিছু পড়ে রয়েছে।
তিনি বুঝতে না পেরে তার মেয়ে সায়নীকে ডাকেন। সায়নী এম এ পড়ছে। সায়নী দীর্ঘক্ষণ লক্ষ্য করলে দেখে মুখ বের করছে, আবার ঢুকিয়ে নিচ্ছে। তখনই সায়নী বুঝতে পারে ওটা বিরল প্রজাতির কচ্ছপ। এদিন বেলায় বন দপ্তরের লোকজনের হাতে বিরল প্রজাতির কচ্ছপটিকে তুলে দিলেন মাদ্রালের ভট্টাচার্য পরিবার। বিরল প্রজাতির ওই কচ্ছপটিকে ভিড় জমান স্থানীয়রা। তাদের দাবি, সায়নীদের বাড়ির সামনে ও পিছনের দিকে পুকুর রয়েছে। কোনও একটা পুকুর থেকে ওই কচ্ছপটি উঠে এসে কলতলায় আশ্রয় নিয়েছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন