বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ভাটপাড়ার মাদ্রাল হরিতকিতলায় :

 তরমুজের মতো দেখতে বিরল প্রজাতির কচ্ছপের দেখা মিলল ভাটপাড়া থানার ৩২ নম্বর ওয়ার্ডের মাদ্রাল হরিতকিতলার  ব্যানার্জি পাড়ায়। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পেশায় পুরোহিত তপেশ ভট্টাচার্যের স্ত্রী দেখেন বাড়ির কলতলায় তরমুজের মতন একটা কিছু পড়ে রয়েছে। 

তিনি বুঝতে না পেরে তার মেয়ে সায়নীকে ডাকেন। সায়নী এম এ পড়ছে। সায়নী দীর্ঘক্ষণ  লক্ষ্য করলে দেখে মুখ বের করছে, আবার ঢুকিয়ে নিচ্ছে। তখনই সায়নী বুঝতে পারে ওটা বিরল প্রজাতির কচ্ছপ। এদিন বেলায় বন দপ্তরের লোকজনের হাতে বিরল প্রজাতির কচ্ছপটিকে তুলে দিলেন মাদ্রালের ভট্টাচার্য পরিবার। বিরল প্রজাতির ওই কচ্ছপটিকে ভিড় জমান স্থানীয়রা।  তাদের দাবি, সায়নীদের বাড়ির সামনে ও পিছনের দিকে পুকুর রয়েছে। কোনও একটা পুকুর থেকে ওই কচ্ছপটি উঠে এসে কলতলায় আশ্রয় নিয়েছিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**