"'বেলঘড়িয়া সিপিআই(এম )উদ্যোগে চালু হলো সেফহোম,,
সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে সুকুমার ঘোষ স্মৃতি ভবন ৬৪ নম্বর রোডে সমিরন ব্যানার্জি স্মরণে রেড ভলেন্টিয়ার দের সহযোগিতায় আজ থেকে পথ চলা শুরু হল আইসোলেশন সেন্টার l সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ানদ্বীপ মিত্র l সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম )রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি l ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও বেলঘড়িয়া থানা আইসি রতন চক্রবর্তী সহ সিপিআই(এম )এরিয়া কমিটি সদস্য এবং সিপিআই(এম) ক কামারহাটি পৌরসভার কো-অর্ডিনেটর সুব্রত চ্যাটার্জী l বিশিষ্ট ডাক্তার দীপঙ্কর মাঝি ,তমজিত ঘোষ সুব্রত মুখার্জি, মানষ ভট্টাচার্য ,অভিজিৎ বড়ুয়া ,লোকনাথ ভৌমিক l সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিআই(এম )এরি...