পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

"'বেলঘড়িয়া সিপিআই(এম )উদ্যোগে চালু হলো সেফহোম,,

ছবি
সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে সুকুমার ঘোষ স্মৃতি ভবন ৬৪ নম্বর রোডে সমিরন ব্যানার্জি স্মরণে রেড ভলেন্টিয়ার দের সহযোগিতায় আজ থেকে পথ চলা শুরু হল আইসোলেশন সেন্টার l সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ানদ্বীপ মিত্র l  সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম )রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি l ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও বেলঘড়িয়া থানা আইসি রতন চক্রবর্তী সহ সিপিআই(এম )এরিয়া কমিটি সদস্য এবং সিপিআই(এম) ক কামারহাটি পৌরসভার কো-অর্ডিনেটর সুব্রত চ্যাটার্জী l  বিশিষ্ট ডাক্তার দীপঙ্কর মাঝি  ,তমজিত ঘোষ সুব্রত মুখার্জি, মানষ ভট্টাচার্য ,অভিজিৎ বড়ুয়া ,লোকনাথ ভৌমিক l সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিআই(এম )এরি...

যশ ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত মানুষদের পাশে রাজীব প্রোডাকশান :

ছবি
করোনা মানুষকে আতঙ্কে রেখেছিল, তার উপরে যশের তান্ডব লীলা মানুষকে সহায়সম্বলহীন করে তুলেছে।বিগত কয়েকদিনে যশের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা চরম দুর্ভোগের শিকার।বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকার  অধিকাংশ জায়গা এখন ও জলমগ্ন। ঘরছাড়া, দিশেহারা মানুষেরা তাদের ঘরে কবে ফিরবে সে উত্তর কারও জানা নেই।সেই দু:সময়ে মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজীব প্রোডাকশান আজ যশ বিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। এই সময়ে চাল,ডাল,বিস্কিট,মাস্ক বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ওদের হাতে তুলে দিয়ে যথা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।রাজীব প্রোডাকশানের কর্ণধার রাজীব গোলচা জানান, শুধুমাত্র গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বিনোদনে থেমে না থেকে সহায় সম্বলহীন,দুস্থ মানুষদেরকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা সবসময় বদ্ধ পরিপকর। এদিন রাজীব প্রোডাকশান ও রাজীব গোলচার তরফ থেকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বন্যা কবলিত এলাকায় দু:স্থ মানুষদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে

"৩২ ঘণ্টা পার এখনো পর্যন্ত আগুন নেভানো যায়নি নিউ ব্যারাকপুরে বিলকান্ডা গেঞ্জির কারখানায় "

ছবি
খরদা বিধানসভার অন্তর্গত বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিউ ব্যারাকপুর থানার অধীনে ইন্ডাস্ট্রিজ স্টেট এর ভিতর গত পরশুদিন গভীর রাতে গেঞ্জির কারখানায় আগুন লাগে l তার পাশেই একটি বরণ আমি কোম্পানির ওষুধের গোডাউনে আগুন লাগে l সেই আগুনের স্থান দেখতে আজ দুপুরে আসেন ফায়ার ব্রিগেড ডি জি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার ও নিউ ব্যারাকপুর থানার আইসি সহ উচ্চপদস্থ আধিকারিক রা l তারা ঘুরে দেখেন কথা বলেন এবং ভিতরের ছবি তোলেন l জেসিপি দিয়ে উপরে উঠেন l সমস্ত ঘটনাটি তদন্ত করবেন আশ্বাস করেছেন l কিভাবে আগুন লাগলো l

বাংলাদেশের গানে জুটি হলেন পরমব্রত ও রাইমা সেন :

ছবি
এই প্রথম বাংলা গানে জুটি বাঁধলেন পরম-রাইমা তাপস-কাকলীর গানে পরমব্রত-রাইমা  গান নাকি ফিল্ম! বাংলাদেশের গানের চিত্রায়ণে এই প্রথম অভিনয় করলেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রের জনপ্রিয় জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও রাইমা সেন। শাফকাত আহমেদ দীপ্ত’র কথা ও সুরে টিএম রেকর্ডসের ব্যানারে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কৌশিক হোসেন তাপস ও দিলশাদ নাহার কাকলী।  ঈদ উপলক্ষে বৃহস্পতিবার মিষ্টি প্রেমের গানটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে গানবাংলা টেলিভিশনের পর্দায়। এছাড়াও গানবাংলা টেলিভিশনের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও উন্মুক্ত হয়েছে এটি।  গানটি প্রকাশ উপলক্ষে বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাইভ আড্ডা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন গানটির শিল্পী ও কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা হামিন আহমেদ ও এস আই টুটুল ও গানের টাইটেল স্পন্সর ইভ্যালি’র প্রধান নির্বাহী রাসেল আহমেদ। আড্ডায় পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, “ব্যাক্তিগতভাবে গানবাংলা এবং উইন্ড অব চেঞ্জ নিয়ে বাঙালি হিসেবে গর্বিত। তাই যখন শুনি তাপসের মতো কেউ এ গানটির সাথে রয়েছে তখনই রাজি হয়ে যাই। খুব মিষ্টি একটি গান, ...

পানিহাটি ৩৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হলো মা প্রকল্প :

ছবি
পানিহাটি ৩৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের জানানো হচ্ছে যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায়, বিধায়ক শ্রী নির্মল ঘোষের নির্দেশে এবং ৩৪ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রী সোমনাথ দের সহযোগিতায় বর্তমান লকডাউন পরিস্থিতিতে ওয়ার্ডের মানুষের পাশে থাকার উদ্দেশ্যে আগামীকাল থেকে ৩৪ নং ওয়ার্ডে কমিউনিটি কিচেনের মাধ্যমে আগামী ৭ দিন ১০০০ লোকের দুপুরের আহারের ব্যাবস্থা করা হচ্ছে। প্রত্যেক পাড়ার পার্টি কর্মীদের অনুরোধ তারা যেন প্রতিদিন দুপুর ১২-১২.৩০ এর মধ্যে রাজু দাসের বাড়ি থেকে নিজের পাড়ার খাওয়ার নিয়ে যায়। আগামীকাল দুপুর ১২.০০ টায় নাটাগড় কদমতলায় কমিউনিটি কিচেনের উদ্বোধনে উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় এবং আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।  ধন্যবাদান্তে, বিশ্বজিৎ দাস(রাজু)সভাপতি ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।সৌম্যব্রত দে (বুবুন), সভাপতি , ৩৪ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস।

রাজীব গান্ধীর আত্মবলিদান দিবসে সামাজিক কর্মসূচি :

ছবি
  ভারতবর্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস সারা দেশে মর্যাদার সঙ্গে পালিত হল। নিখিল ভারত কংগ্রেস কমিটির আহ্বানে করোনা মহামারীর প্রকোপ রুখতে মাস্ক স্যানিটাইজার বিতরণ করেন দলীয় কর্মীরা। কংগ্রেস মানবাধিকার সেল (কামারহাটি/ বরাহনগর)-এর সভাপতি তথা সমাজকর্মী সোমনাথ সরকার বেলঘরিয়া থানার অধিকর্তার হাতে তুলে দেন করোনা প্রতিরোধক সরঞ্জাম। মহামারী আবহে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মত সাধারণ মানুষের।

প্রিয় মুখ্য সাংবাদিক/বার্তা সম্পাদক :

ছবি
সাথী,  কোভিড-এর এই ২য় তরঙ্গে যখন কেন্দ্র সরকার সম্পূর্ণ ব্যর্থ, আমাদের রাজ্যেও যখন সংক্রমণ মাত্রাতিরিক্ত অথচ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দেখা মিলছে না, তখন মানুষের হাহাকারে তাদের অসহায়তায় মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ভলান্টিয়ার। মানুষের পাশে থেকেই মানবিকতার অনন্য নজির গড়ার রেড ভলান্টিয়ারদের যে কাজ আজ প্রশংসিত হচ্ছে দেশসহ আন্তর্জাতিক সীমানায় সেই কাজে যুক্ত আছে সারা ভারত  গণতান্ত্রিক মহিলা সমিতি। আজ এক বিবৃতিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি অঞ্জু কর এবং রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ জানিয়েছেন, আমরা গর্বিত রেড ভলান্টিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পেরে। এই কাজকে আরো গতিবেগ দেওয়ার জন্য, মহিলাদের কিছু বিশেষ   সাহায্যের জন্য রেড ভলান্টিয়ার এর  কাজে আরো বেশি করে যুক্ত হবে মেয়েরা, মহিলারা। একদিকে যেমন রোগের ওষুধ অক্সিজেন বা প্রয়োজনীয় খবরা-খবরে যুক্ত থাকছে তারা একই সাথে কোভিড  রোগীর জন্য খাবার তৈরীর দায়িত্ব "না লাভ না ক্ষতি"র ভিত্তিতে নেবে মহিলারা। রেড ভলান্টিয়ারদের মারফৎ এই খাবার পৌঁছানো হবে কোভিড  রোগীর...

পেটের টানে পানিহাটি তে অটোচালক হলেও মানুষের পাশে তিনি সিপিআই (এম) রেড ভলেন্টিয়ার :

ছবি
করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ আশার সাথে সাথে নির্বাচন শেষ হওয়ার পরেই পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকে নেমে পড়া হয় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য l গঠন করা হয় গোপাল ভট্টাচার্য এবং অজিত সরকার স্মরণে রেড ভলান্টিয়ার l কাজে নেমে পড়ে রেড ভলেন্টিয়ার l  প্রতিদিনই কোথাও কোনো মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে অথবা কোথাও কোন আক্রান্ত মানুষকে অক্সিজেন পৌঁছে দিতে হচ্ছে l আবার কোথাও আক্রান্ত মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দিতে পৌঁছে যাচ্ছে রেড ভলেন্টিয়ার এর কর্মীরা l কোন সময় রাতে ফোন আসছে কোন সময় দুপুরে অথবা সকালে আবার সন্ধ্যায় l ব্যারাকপুর থেকে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগীকে নিয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করতে হচ্ছে l রেড ভলেন্টিয়ার দের আবার কোন সময় খরদা করণা ভাইরাসে আক্রান্ত পরিবারে বাড়িতে জীবাণুমুক্ত করতে হচ্ছে l এর পাশে এলাকায় জীবাণুমুক্ত করতে রেট ভলেন্টিয়ার এর কর্মীরা নেমে পড়ছে এই রকমই ঘটনা আজ সকালে আগরপাড়া অঞ্চলে সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে নর্থ স্টেশন রোডে বীণাপাণি ভট্টাচার্য্য বাড়িতে দেখা গেল  l বীণাপাণি ভট্টাচার্য্য বয়স আনুমানিক ৬৫ ...

পানিহাটি তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি কার্যালয় অফিস ও শ্যামাপ্রসাদ মুখার্জী মুক্তি রাতের অন্ধকারে ভাঙচুর করে অভিযোগ বিজেপির পক্ষ থেকে :

ছবি
পানিহাটি বাসস্ট্যান্ডে বেঙ্গল কেমিক্যাল কারখানার গেটের পাশে বি টি রোডের উপরে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী ভবন l বিজেপির পানিহাটি অঞ্চলের প্রধান কার্যালয় l বিজেপির এই পার্টি অফিসটি ১৯৯৭ সাল থেকে বিটি রোড এর  উপর অবস্থিত l এই পার্টি অফিস থেকেই পানিহাটি অঞ্চলের বিজেপির পার্টি রাজনৈতিক কাজ কর্ম পরিচালনা করা হয় l  পাটিঅফিস তৈরির সময় থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসানো হয় l গতকাল রাতে তৃণমূল দুষ্কৃতীরা সেই মূর্তিটি ভেঙে ফেলে এবং পার্টি অফিসের জানালা ভেঙে ফেলে ও পতাকা ছিঁড়ে ফেলা হয় l অফিসে তোলার দুটি স্ট্যান্ড ফ্যান ভেঙে ফেলা হয় l খড়দা থানা পুলিশ কর্তৃপক্ষ কে এই ঘটনা জানানো হয় বিজেপির পক্ষ থেকে l বিজেপির অভিযোগ তীর শাসক দলের দিকে l  তাদের আরও অভিযোগ বেঙ্গল কেমিক্যাল কারখানার স্ক্র্যাপ পাচার হয় l সেই পাচারের ক্ষেত্রে দুষ্কৃতীদের অসুবিধা হচ্ছে l দীর্ঘদিন ধরে যেহেতু এই পার্টি অফিস থেকে বিজেপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয় l এবং সব সময়েই পার্টি অফিসে লোক থাকে এবং বিভিন্ন সময় রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচী এই...

মালদহের হরিশ্চন্দ্রপুরে দুই শিশু সহ পরিবারের চার সদস্যের উপর এ্যাসিড হামলা :

ছবি
মালদহের হরিশ্চন্দ্রপুরে দুই শিশু সহ পরিবারের চার সদস্যের উপর এ্যাসিড হামলা, আহত ২ শিশু-সহ বাবা-মা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন  পরিবার রাতের অন্ধকারে এ্যাসিড হামলা,অল্পের জন্য প্রাণে  রক্ষা পেলেন পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছেন বাবা-মা সহ দুই শিশু।এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।আতঙ্কে রয়েছে পরিবারের লোকেরা।কি কারণে এই প্রাণ নাশের হামলা ? অভিযোগের ভিত্তিতে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা যায় ভবানীপুর গ্রামের বাসিন্দা মানোয়ার আলি (৩২) মঙ্গলবার রাত ১০টা নাগাদ সপরিবারে  ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে কে বা কারা জানালা দিয়ে তার পরিবারের উপর এ্যাসিড ছুঁড়ে প্রাণ নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ। এ্যাসিড হামলায় মানোয়ার আলি(৩২) ও তার স্ত্রী'র  হাত ও পায়ের চামড়া পুড়ে ফোস্কা হয়ে যায়।তাদের দুই শিশুর তেমন কিছু ক্ষতি হয়নি বলে জানা যায়।  হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান লিখিত অভিযোগ...

টিটাগর অঞ্চলে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া গরিব মানুষের ডাক্তারবাবু করোনা ভাইরাসের আক্রান্ত প্রয়াত হলেন চন্দন বাবু :

ছবি
টিটাগর অঞ্চলে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া গরিব মানুষের ডাক্তারবাবু lগতকাল রাতে করোনা ভাইরাস কেড়ে নিল গরিব মানুষের ডাক্তারবাবুকে l যখন করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ রাজ্যে আসে সেই সময় অনেক ডাক্তারবাবুদের কে পাওয়া যাচ্ছে না দেখাবার জন্য ডাক্তারবাবুরা ভয়-ভীতি দূর থেকে রোগীদের কে দেখছেন l সেই সময় টিটাগর অঞ্চলের খেটে খাওয়া গরিব মানুষের কাছের মানুষ তাদের প্রিয় ডাক্তারবাবু তৌফিক কওসার পরিচিত নাম চন্দন বয়স আনুমানিক ৬০ বছর l তিনি রোগীদের দেখতেন l তিনিও করোনা ভাইরাস এর আক্রান্ত হয়ে পড়েন l গত রবিবার সকালবেলায় কলকাতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভর্তি করা হয় l গতকাল রাত আটটা থেকে নটার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l ওনার পরিবারের রেখে গেলেন এক ছেলে এবং তার স্ত্রীকে l এই ডাক্তারবাবু সিপিএমের ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পর পর দুইবার পৌর প্রতিনিধি নির্বাচিত হন l পৌরসভার কাজ পরিচালনা করার সাথে সাথে কিন্তু ওনার রোগী দেখার সময় বাদ যায়নি l উনি বাড়িতে দেখতেন এবং তার সাথে সাথে জে সি রোডে হায়দার আলী রোডে রহড়া বন্দিপুর বিভিন্ন অঞ্চলে উনি বসতেন l গরীব মানুষদের কাচের চ...

করোনার আক্রান্তের ভয়, আর্থিক সংকট, সবকিছুর ঊর্ধ্বে হয়ে দাঁড়ালো মদ্যপান :

ছবি
করোনার আক্রান্তের ভয়, আর্থিক সংকট, সবকিছুর ঊর্ধ্বে হয়ে দাঁড়ালো মদ্যপান।ঝাঁপিয়ে উঠল ভিড় l মানুষের মুখে মুখে শোনা গেছিল এই লকডাউন এর কারণে আর্থিক সংকট। সবকিছুকে পাশে রেখে লাইনে দাঁড়িয়ে পরল রাজ্যবাসী।মদ্যপান এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে ভুলে গেল মানুষের করোনার নিয়মবিধি দূরত্ব না রেখে মদের দোকানের সামনে দাঁড়িয়ে কে আগে পাবে তার লড়াই।  আবার কোথাও লাইনের জেরে স্তব্ধ হয়ে গেল যান চলাচল অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল এবং দেখা গেল সবশেষে রাস্তায় পড়ে থাকা কিছু জুতো। এই জুতোই প্রমাণ কিছু সাধারন মানুষ লকডাউন এর আর্থিক সংকট কে ভয় পাচ্ছে না তাদের মনের ভয় মাদকদ্রব্য কোথা থেকে পাবে।

পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগৎজ্যোতি সংঘের উদ্যোগে শুরু হলো তিন শয্যাবিশিষ্ট অক্সিজেন পার্লার :

ছবি
আজ দুপুরে পানিহাটি ঘোলা কল্যাণ নগর বড়ুয়া পাড়া পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগৎজ্যোতি সংঘের উদ্যোগে শুরু হলো তিন শয্যাবিশিষ্ট অক্সিজেন পার্লার l একই সাথে লকডাউন শুরু হওয়ার জন্য অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ২০০ জন মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয় l তার মধ্যে ছিল চাল ,ডাল, মুড়ি, সরষের তেল ,আলু ,সোয়াবিন বিভিন্ন জিনিস l  প্রতি মাসে এইভাবে এই ২০০ জন মানুষকে শুকনো খাবার দিয়ে সাহায্য করবে এই জগৎজ্যোতি সংঘ l আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ এবং অধ্যাপক সৌগত রায় l পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ l ৩৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রদীপ বড়ুয়া l এই প্রদীপ বড়ুয়ার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সংঘটিত হয় l উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর সুভাষ চক্রবর্তী এবং সম্রাট চক্রবর্তী এলাকার মানুষ এবং ক্লাবের সদস্যরা l

শিশুর মনে রেড ভলেন্টিয়ার :

ছবি
এক মানবিকতার চূড়ান্ত নিদর্শন সোদপুর সরকারি আবাসন বাসিন্দা ক্লাস ২ এর ছাত্র পৃথ্বিজিত চৌধুরী l আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত স্কুলের ছাত্র l পানিহাটি সিপিআই(এম )এক নম্বর এরিয়া কমিটি অন্তর্গত রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে তার খেলনা কেনার জমানো টাকা তুলে দিল ছোট্ট শিশু l রেড ভলেন্টিয়াদের কথা শুনে এবং মোবাইলে তাদের কাজ দেখে ক্লাস টু এর ছাত্রটি অনুপ্রাণিত হয় ছোট্ট শিশুর দাবি মা-বাবাকে বারবার বলে রেড ভলেন্টিয়ার কাকুদের সাথে কাজ করতে চায় l  তার বাবা ও মা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে সে এখন ছোট তার পক্ষে এই কাজ করা সম্ভব না l  মা-বাবার বলেন ঘরের পড়তে বসে ব্যাগ নিয়ে পিঠে রেড ভলেন্টিয়ার দের কাজের মতন সেও রেড ভলেন্টিয়ার কাজ করতে চাই l তার মাকে বলে প্রিয়দর্শী চৌধুরী মা আমি ছোট বলে তাদের জন্য আমারও কিছু করার আছে l তখন সে তার গাড়ি কিনবার জন্য যে টাকা জমিয়ে ছিল সেই টাকা সোদপুর সরকারি আবাসন সুভাষ চক্রবর্তী স্মৃতি পার্টি অফিসে এসে রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে টাকা তুলে দেয় l এই রেড ভলেন্টিয়ার কর্মীদের পক্ষ ...