পানিহাটি ৩৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হলো মা প্রকল্প :

পানিহাটি ৩৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের জানানো হচ্ছে যে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায়, বিধায়ক শ্রী নির্মল ঘোষের নির্দেশে এবং ৩৪ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর শ্রী সোমনাথ দের সহযোগিতায় বর্তমান লকডাউন পরিস্থিতিতে ওয়ার্ডের মানুষের পাশে থাকার উদ্দেশ্যে আগামীকাল থেকে ৩৪ নং ওয়ার্ডে কমিউনিটি কিচেনের মাধ্যমে আগামী ৭ দিন ১০০০ লোকের দুপুরের আহারের ব্যাবস্থা করা হচ্ছে। প্রত্যেক পাড়ার পার্টি কর্মীদের অনুরোধ তারা যেন প্রতিদিন দুপুর ১২-১২.৩০ এর মধ্যে রাজু দাসের বাড়ি থেকে নিজের পাড়ার খাওয়ার নিয়ে যায়। আগামীকাল দুপুর ১২.০০ টায় নাটাগড় কদমতলায় কমিউনিটি কিচেনের উদ্বোধনে উপস্থিত থাকবেন মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় এবং আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।  ধন্যবাদান্তে, বিশ্বজিৎ দাস(রাজু)সভাপতি ৩৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।সৌম্যব্রত দে (বুবুন), সভাপতি , ৩৪ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **