যশ ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত মানুষদের পাশে রাজীব প্রোডাকশান :



করোনা মানুষকে আতঙ্কে রেখেছিল, তার উপরে যশের তান্ডব লীলা মানুষকে সহায়সম্বলহীন করে তুলেছে।বিগত কয়েকদিনে যশের প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা চরম দুর্ভোগের শিকার।বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকার  অধিকাংশ জায়গা এখন ও জলমগ্ন।

ঘরছাড়া, দিশেহারা মানুষেরা তাদের ঘরে কবে ফিরবে সে উত্তর কারও জানা নেই।সেই দু:সময়ে মানুষের সাথে থাকার, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজীব প্রোডাকশান আজ যশ বিধ্বস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।
এই সময়ে চাল,ডাল,বিস্কিট,মাস্ক বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী ওদের হাতে তুলে দিয়ে যথা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।রাজীব প্রোডাকশানের কর্ণধার রাজীব গোলচা জানান, শুধুমাত্র গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে বিনোদনে থেমে না থেকে সহায় সম্বলহীন,দুস্থ মানুষদেরকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা সবসময় বদ্ধ পরিপকর।
এদিন রাজীব প্রোডাকশান ও রাজীব গোলচার তরফ থেকে উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে বন্যা কবলিত এলাকায় দু:স্থ মানুষদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**