"'বেলঘড়িয়া সিপিআই(এম )উদ্যোগে চালু হলো সেফহোম,,

সিপিআই(এম )বেলঘড়িয়া এরিয়া কমিটির উদ্যোগে সুকুমার ঘোষ স্মৃতি ভবন ৬৪ নম্বর রোডে সমিরন ব্যানার্জি স্মরণে রেড ভলেন্টিয়ার দের সহযোগিতায় আজ থেকে পথ চলা শুরু হল আইসোলেশন সেন্টার l সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ডাক্তার এবং কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ও সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মানস মুখার্জি l উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ানদ্বীপ মিত্র l 


সি আই টি ইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি এবং সিপিআই(এম )রাজ্য কমিটির সদস্য সুভাষ মুখার্জি l ডি ওয়াই এফ আই উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি দেবজ্যোতি দাস l কামারহাটি পৌরসভার পৌর প্রশাসক গোপাল সাহা ও বেলঘড়িয়া থানা আইসি রতন চক্রবর্তী সহ সিপিআই(এম )এরিয়া কমিটি সদস্য এবং সিপিআই(এম) ক কামারহাটি পৌরসভার কো-অর্ডিনেটর সুব্রত চ্যাটার্জী l


 বিশিষ্ট ডাক্তার দীপঙ্কর মাঝি  ,তমজিত ঘোষ সুব্রত মুখার্জি, মানষ ভট্টাচার্য ,অভিজিৎ বড়ুয়া ,লোকনাথ ভৌমিক l সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিআই(এম )এরিয়া কমিটি সম্পাদক এবং সিপিআই(এম )উত্তর ২৪ জেলা কমিটির অন্যতম সদস্য ঝন্টু মজুমদার l


দশটা বেড এর ব্যবস্থা করা হয়েছে l প্রয়োজনে আরও বাড়ানোর ব্যবস্থা রাখা আছে l সব সময়ের জন্য ডাক্তার প্রশিক্ষণ প্রাপ্ত নার্স এছাড়াও রেড ভলেন্টিয়ার এর কর্মীরা থাকবেন l যদি কোন রোগীর অবস্থা খারাপ যদি হয় তাহলে তাদেরকে নার্সিং হোম এবং সরকারি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে l সবসময় যেন অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবে l এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন কামারহাটি পৌর প্রশাসক গোপাল সাহা l পৌর প্রশাসক গোপাল সাহা এই অনুষ্ঠানকে সাধুবাদ জানান এছাড়া তিনি বলেন পৌরসভার পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন l বেলঘড়িয়া থানার আইসি  পক্ষ থেকে সব রকমের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানান l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **