টিটাগর অঞ্চলে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া গরিব মানুষের ডাক্তারবাবু করোনা ভাইরাসের আক্রান্ত প্রয়াত হলেন চন্দন বাবু :





টিটাগর অঞ্চলে শ্রমজীবী মানুষের খেটে খাওয়া গরিব মানুষের ডাক্তারবাবু lগতকাল রাতে করোনা ভাইরাস কেড়ে নিল গরিব মানুষের ডাক্তারবাবুকে l যখন করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ রাজ্যে আসে সেই সময় অনেক ডাক্তারবাবুদের কে পাওয়া যাচ্ছে না দেখাবার জন্য ডাক্তারবাবুরা ভয়-ভীতি দূর থেকে রোগীদের কে দেখছেন l সেই সময় টিটাগর অঞ্চলের খেটে খাওয়া গরিব মানুষের কাছের মানুষ তাদের প্রিয় ডাক্তারবাবু তৌফিক কওসার পরিচিত নাম চন্দন বয়স আনুমানিক ৬০ বছর l তিনি রোগীদের দেখতেন l তিনিও করোনা ভাইরাস এর আক্রান্ত হয়ে পড়েন l গত রবিবার সকালবেলায় কলকাতা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ভর্তি করা হয় l গতকাল রাত আটটা থেকে নটার মধ্যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l ওনার পরিবারের রেখে গেলেন এক ছেলে এবং তার স্ত্রীকে l এই ডাক্তারবাবু সিপিএমের ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পর পর দুইবার পৌর প্রতিনিধি নির্বাচিত হন l পৌরসভার কাজ পরিচালনা করার সাথে সাথে কিন্তু ওনার রোগী দেখার সময় বাদ যায়নি l উনি বাড়িতে দেখতেন এবং তার সাথে সাথে জে সি রোডে হায়দার আলী রোডে রহড়া বন্দিপুর বিভিন্ন অঞ্চলে উনি বসতেন l গরীব মানুষদের কাচের চিকিৎসক হিসেবে পরিচিতি ছিল l যেহেতু টিটাগর সংখ্যালঘু এবং গরিব মানুষদের বসবাস সেই কারণেই এই ডাক্তার বাবু কম পয়সায় চিকিৎসা করতেন l সেই চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে l ডাক্তার বাবুর বাড়ি টিটা গড়ের জে  সি রোডে বড় বাড়ি অঞ্চলে l দীর্ঘদিন ধরেই এখানে বসবাস করতেন l এখানেই উনি বড় হয়ে ওঠেন l এই অঞ্চলের মানুষের মনের এবং প্রাণের মানুষ ছিলেন l করোনা ভাইরাসের হাত থেকে এই গরিবের ডাক্তারবাবু রক্ষা পেলেন না l গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন l এলাকায় শোকের ছায়া নেমে আসে l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **