শিশুর মনে রেড ভলেন্টিয়ার :

এক মানবিকতার চূড়ান্ত নিদর্শন সোদপুর সরকারি আবাসন বাসিন্দা ক্লাস ২ এর ছাত্র পৃথ্বিজিত চৌধুরী l আগরপাড়া স্বামী বিবেকানন্দ একাডেমি ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত স্কুলের ছাত্র l পানিহাটি সিপিআই(এম )এক নম্বর এরিয়া কমিটি অন্তর্গত রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে তার খেলনা কেনার জমানো টাকা তুলে দিল ছোট্ট শিশু l রেড ভলেন্টিয়াদের কথা শুনে এবং মোবাইলে তাদের কাজ দেখে ক্লাস টু এর ছাত্রটি অনুপ্রাণিত হয় ছোট্ট শিশুর দাবি মা-বাবাকে বারবার বলে রেড ভলেন্টিয়ার কাকুদের সাথে কাজ করতে চায় l 

তার বাবা ও মা বারবার তাকে বোঝানোর চেষ্টা করে সে এখন ছোট তার পক্ষে এই কাজ করা সম্ভব না l  মা-বাবার বলেন ঘরের পড়তে বসে ব্যাগ নিয়ে পিঠে রেড ভলেন্টিয়ার দের কাজের মতন সেও রেড ভলেন্টিয়ার কাজ করতে চাই l তার মাকে বলে প্রিয়দর্শী চৌধুরী মা আমি ছোট বলে তাদের জন্য আমারও কিছু করার আছে l তখন সে তার গাড়ি কিনবার জন্য যে টাকা জমিয়ে ছিল সেই টাকা সোদপুর সরকারি আবাসন সুভাষ চক্রবর্তী স্মৃতি পার্টি অফিসে এসে রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে টাকা তুলে দেয় l এই রেড ভলেন্টিয়ার কর্মীদের পক্ষ থেকে টাকা তুলে নেন প্রিয়াঙ্কা কাঞ্জিলাল প্রাক্তন সর্বভারতীয় ছাত্রনেত্রী l উপস্থিত ছিলেন সিপিআই(এম )উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য l রেট ভলেন্টিয়ার কর্মীরা শিশুটিকে নিয়ে আসে l  প্রিয়দর্শিনী চৌধুরী জানান একটি গাড়ি খেলনা খেলার জন্য টাকা জমিয়ে ছিল সেই টাকায় রেড ভলেন্টিয়ার দের হাতে তুলে দেওয়া হয় l  শিশুটি বলে পরে বাবা আমাকে খেলনা কিনে দেবে l এখন তাদের দরকার মাক্স এবং হ্যান্ড স্যানিটাইজার ও তাদের কাজের জন্য l আমার এই সামান্য জমানো টাকা আমি এই রেড ভলেন্টিয়ার কাকুদের হাতে তুলে দিলাম l
 রেড ভলেন্টিয়ার দের পক্ষ থেকে অনির্বাণ ভট্টাচার্য জানান শিশুটি যেভাবে আন্তরিকতার সাথে আমাদের বার বার করে বলেছে সে কারণেই এই শিশুটির কাছ থেকে তার জমানো অর্থ আমরা এই কোরনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য তাদের কাজে ব্যয় করব এবং শিশুটি আরও বড় হোক ওরা আরও বড় মনের মানুষ হয়ে উঠুক lবড় অর্থের নয় বড় শিক্ষার সার্টিফিকেট নয় বড় মনের মানুষ হয়ে একদিন সমাজের এই মানুষের পাশেও দাঁড়ান সেই শুভেচ্ছাই ওর প্রতি থাকবে আমাদের পক্ষ থেকে l শিশুটির কাজে মা-বাবার খুশি l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **