পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগৎজ্যোতি সংঘের উদ্যোগে শুরু হলো তিন শয্যাবিশিষ্ট অক্সিজেন পার্লার :

আজ দুপুরে পানিহাটি ঘোলা কল্যাণ নগর বড়ুয়া পাড়া পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত জগৎজ্যোতি সংঘের উদ্যোগে শুরু হলো তিন শয্যাবিশিষ্ট অক্সিজেন পার্লার l একই সাথে লকডাউন শুরু হওয়ার জন্য অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া ২০০ জন মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয় l তার মধ্যে ছিল চাল ,ডাল, মুড়ি, সরষের তেল ,আলু ,সোয়াবিন বিভিন্ন জিনিস l 

প্রতি মাসে এইভাবে এই ২০০ জন মানুষকে শুকনো খাবার দিয়ে সাহায্য করবে এই জগৎজ্যোতি সংঘ l আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ এবং অধ্যাপক সৌগত রায় l পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক পশ্চিমবঙ্গ বিধানসভা মুখ্য সচেতক নির্মল ঘোষ l ৩৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রদীপ বড়ুয়া l এই প্রদীপ বড়ুয়ার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সংঘটিত হয় l উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর সুভাষ চক্রবর্তী এবং সম্রাট চক্রবর্তী এলাকার মানুষ এবং ক্লাবের সদস্যরা l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **