পেটের টানে পানিহাটি তে অটোচালক হলেও মানুষের পাশে তিনি সিপিআই (এম) রেড ভলেন্টিয়ার :

করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ আশার সাথে সাথে নির্বাচন শেষ হওয়ার পরেই পানিহাটি সিপিআইএমের পক্ষ থেকে নেমে পড়া হয় করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য l গঠন করা হয় গোপাল ভট্টাচার্য এবং অজিত সরকার স্মরণে রেড ভলান্টিয়ার l কাজে নেমে পড়ে রেড ভলেন্টিয়ার l 

প্রতিদিনই কোথাও কোনো মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে অথবা কোথাও কোন আক্রান্ত মানুষকে অক্সিজেন পৌঁছে দিতে হচ্ছে l আবার কোথাও আক্রান্ত মানুষের বাড়িতে ওষুধ পৌঁছে দিতে পৌঁছে যাচ্ছে রেড ভলেন্টিয়ার এর কর্মীরা l কোন সময় রাতে ফোন আসছে কোন সময় দুপুরে অথবা সকালে আবার সন্ধ্যায় l ব্যারাকপুর থেকে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগীকে নিয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করতে হচ্ছে l রেড ভলেন্টিয়ার দের আবার কোন সময় খরদা করণা ভাইরাসে আক্রান্ত পরিবারে বাড়িতে জীবাণুমুক্ত করতে হচ্ছে l এর পাশে এলাকায় জীবাণুমুক্ত করতে রেট ভলেন্টিয়ার এর কর্মীরা নেমে পড়ছে এই রকমই ঘটনা আজ সকালে আগরপাড়া অঞ্চলে সূর্যকিরণ অ্যাপার্টমেন্টে নর্থ স্টেশন রোডে বীণাপাণি ভট্টাচার্য্য বাড়িতে দেখা গেল  l বীণাপাণি ভট্টাচার্য্য বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ l এর মধ্যে উনার স্বামী গত রবিবার মারা যান l

 এই মহিলা বীণাপাণি ভট্টাচার্য করোনা আক্রান্ত হন l উনাকে সেভ হোমে নিয়ে যাওয়ার জন্য তৃণমূলের প্রাক্তন পৌর প্রতিনিধি কে যোগাযোগ করা হয় l উনি তার ব্যবস্থা করনে তাদের সাথে যোগাযোগ করতে পারেনি l তারপরেই আগরপাড়া অঞ্চলের একটি সমাজ সেবা সংগঠনের সাথে যোগাযোগ করা হয় l তারাও যখন এগিয়ে আসেনি l তখন রেড ভলেন্টিয়ার দের সাথে যোগাযোগ করেন পরিবারের লোকেরা l তারপরেই রেড ভলেন্টিয়ার এর কর্মী অটো নিয়ে এসে উপস্থিত হয়  সূর্যকিরণ আবাসনে l 


সেই বয়স্ক  মানুষটি কোরনা ভাইরাসে আক্রান্ত মহিলাকে নিয়ে তার ছেলের বউকে সাথে করে নিয়ে যায় পানিহাটি পৌরসভা পরিচালিত ঘোলা মাতৃ সদন হসপিটালে l সেখানেই বীণাপাণি ভট্টাচার্যকে ভর্তি করা হয় l তার চিকিৎসার ব্যবস্থা করা হয় l এই অটোচালক রেড ভলেন্টিয়ার কর্মী l তিনি অজয় দাস সি আই টি ইউ অনুমোদিত অটো ইউনিয়নের পানিহাটির সম্পাদক l আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তিনজনকে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন এই চালক l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **