রাজীব গান্ধীর আত্মবলিদান দিবসে সামাজিক কর্মসূচি :

 

ভারতবর্ষে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আত্মবলিদান দিবস সারা দেশে মর্যাদার সঙ্গে পালিত হল। নিখিল ভারত কংগ্রেস কমিটির আহ্বানে করোনা মহামারীর প্রকোপ রুখতে মাস্ক স্যানিটাইজার বিতরণ করেন দলীয় কর্মীরা। কংগ্রেস মানবাধিকার সেল (কামারহাটি/ বরাহনগর)-এর সভাপতি তথা সমাজকর্মী সোমনাথ সরকার বেলঘরিয়া থানার অধিকর্তার হাতে তুলে দেন করোনা প্রতিরোধক সরঞ্জাম। মহামারী আবহে এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মত সাধারণ মানুষের।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**