করোনার আক্রান্তের ভয়, আর্থিক সংকট, সবকিছুর ঊর্ধ্বে হয়ে দাঁড়ালো মদ্যপান :


করোনার আক্রান্তের ভয়, আর্থিক সংকট, সবকিছুর ঊর্ধ্বে হয়ে দাঁড়ালো মদ্যপান।ঝাঁপিয়ে উঠল ভিড় l মানুষের মুখে মুখে শোনা গেছিল এই লকডাউন এর কারণে আর্থিক সংকট। সবকিছুকে পাশে রেখে লাইনে দাঁড়িয়ে পরল রাজ্যবাসী।মদ্যপান এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে ভুলে গেল মানুষের করোনার নিয়মবিধি দূরত্ব না রেখে মদের দোকানের সামনে দাঁড়িয়ে কে আগে পাবে তার লড়াই। 


আবার কোথাও লাইনের জেরে স্তব্ধ হয়ে গেল যান চলাচল অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করল এবং দেখা গেল সবশেষে রাস্তায় পড়ে থাকা কিছু জুতো। এই জুতোই প্রমাণ কিছু সাধারন মানুষ লকডাউন এর আর্থিক সংকট কে ভয় পাচ্ছে না তাদের মনের ভয় মাদকদ্রব্য কোথা থেকে পাবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **