প্রিয় মুখ্য সাংবাদিক/বার্তা সম্পাদক :

সাথী, 
কোভিড-এর এই ২য় তরঙ্গে যখন কেন্দ্র সরকার সম্পূর্ণ ব্যর্থ, আমাদের রাজ্যেও যখন সংক্রমণ মাত্রাতিরিক্ত অথচ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের দেখা মিলছে না, তখন মানুষের হাহাকারে তাদের অসহায়তায় মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ভলান্টিয়ার। মানুষের পাশে থেকেই মানবিকতার অনন্য নজির গড়ার রেড ভলান্টিয়ারদের যে কাজ আজ প্রশংসিত হচ্ছে দেশসহ আন্তর্জাতিক সীমানায় সেই কাজে যুক্ত আছে সারা ভারত  গণতান্ত্রিক মহিলা সমিতি। আজ এক বিবৃতিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সভাপতি অঞ্জু কর এবং রাজ্য সম্পাদক কনীনিকা ঘোষ জানিয়েছেন, আমরা গর্বিত রেড ভলান্টিয়ার হিসেবে ভূমিকা পালন করতে পেরে। এই কাজকে আরো গতিবেগ দেওয়ার জন্য, মহিলাদের কিছু বিশেষ   সাহায্যের জন্য রেড ভলান্টিয়ার এর  কাজে আরো বেশি করে যুক্ত হবে মেয়েরা, মহিলারা। একদিকে যেমন রোগের ওষুধ অক্সিজেন বা প্রয়োজনীয় খবরা-খবরে যুক্ত থাকছে তারা একই সাথে কোভিড  রোগীর জন্য খাবার তৈরীর দায়িত্ব "না লাভ না ক্ষতি"র ভিত্তিতে নেবে মহিলারা। রেড ভলান্টিয়ারদের মারফৎ এই খাবার পৌঁছানো হবে কোভিড  রোগীর  পরিবারে। এই পরিবারগুলোর সাথে সহমর্মিতার সম্পর্কের এক সেতু তৈরি করতে চাই আমরা, যাতে অতিমারীতেও ‘‘মানুষ মানুষের জন্য’’ একথা সবাই মিলে উপলব্ধি করা যায়, পাশাপাশি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে করোনা সচেতনতায় প্রচারক এর ভূমিকা নেবে মহিলা সমিতির সংগঠকরা। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সতর্কতার সাথে বিভিন্ন মানুষকে সচেতন করে তোলার জন্য যেমন দায়িত্ব পালন করবে মহিলারা, তেমনই অঞ্চলে টীম করে করোনার প্রাথমিক শারীরিক বিষয় যেমন দেহের তাপমাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন এই সমস্ত বিষয়গুলি নজরদারি করার ক্ষেত্রেও নির্দিষ্ট ভূমিকা পালন করবে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি কর্মীর সংগঠকরা। কনীনিকা ঘোষ আরো জানিয়েছেন, আমরা দেখছি প্রথমবারের মতো এবারও করোনার অভিঘাতে সবচেয়ে বেশি কর্মহীন হচ্ছেন মহিলারা। যন্ত্রণা জর্জরিত এই অংশের জীবন-জীবিকার প্রশ্নের লড়াইতে মহিলা সমিতি সজাগ। রুটি রুজির লড়াই জীবনযন্ত্রণার, নিরাপত্তার  দাবি গুলি কে নিয়ে উপযুক্ত  কর্তৃপক্ষের কাছে, সরকারের কাছে উপস্থিত করার প্রশ্নে, মহিলাদের পাশে থাকার প্রশ্নে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির  লড়াই জারি থাকবে।

উপরোক্ত  সংবাদ  আপনার সংবাদ মাধ্যমে পরিবেশিত হবে আশাকরি। 
        অভিনন্দন সহ 
        কনীনিকা ঘোষ 
          (সম্পাদক) 
 সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি(AIDWA)
           পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **