"৩২ ঘণ্টা পার এখনো পর্যন্ত আগুন নেভানো যায়নি নিউ ব্যারাকপুরে বিলকান্ডা গেঞ্জির কারখানায় "

খরদা বিধানসভার অন্তর্গত বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিউ ব্যারাকপুর থানার অধীনে ইন্ডাস্ট্রিজ স্টেট এর ভিতর গত পরশুদিন গভীর রাতে গেঞ্জির কারখানায় আগুন লাগে l তার পাশেই একটি বরণ আমি কোম্পানির ওষুধের গোডাউনে আগুন লাগে l সেই আগুনের স্থান দেখতে আজ দুপুরে আসেন ফায়ার ব্রিগেড ডি জি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার ও নিউ ব্যারাকপুর থানার আইসি সহ উচ্চপদস্থ আধিকারিক রা l তারা ঘুরে দেখেন কথা বলেন এবং ভিতরের ছবি তোলেন l জেসিপি দিয়ে উপরে উঠেন l সমস্ত ঘটনাটি তদন্ত করবেন আশ্বাস করেছেন l কিভাবে আগুন লাগলো l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**