মালদহের হরিশ্চন্দ্রপুরে দুই শিশু সহ পরিবারের চার সদস্যের উপর এ্যাসিড হামলা :

মালদহের হরিশ্চন্দ্রপুরে দুই শিশু সহ পরিবারের চার সদস্যের উপর এ্যাসিড হামলা, আহত ২ শিশু-সহ বাবা-মা, অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন 
পরিবার রাতের অন্ধকারে এ্যাসিড হামলা,অল্পের জন্য প্রাণে  রক্ষা পেলেন পরিবারের চার সদস্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে।ক্ষতিগ্রস্ত হয়েছেন বাবা-মা সহ দুই শিশু।এই ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।আতঙ্কে রয়েছে পরিবারের লোকেরা।কি কারণে এই প্রাণ নাশের হামলা ? অভিযোগের ভিত্তিতে তা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

জানা যায় ভবানীপুর গ্রামের বাসিন্দা মানোয়ার আলি (৩২) মঙ্গলবার রাত ১০টা নাগাদ সপরিবারে  ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে কে বা কারা জানালা দিয়ে তার পরিবারের উপর এ্যাসিড ছুঁড়ে প্রাণ নেওয়ার চেষ্টা চালায় বলে অভিযোগ। এ্যাসিড হামলায় মানোয়ার আলি(৩২) ও তার স্ত্রী'র  হাত ও পায়ের চামড়া পুড়ে ফোস্কা হয়ে যায়।তাদের দুই শিশুর তেমন কিছু ক্ষতি হয়নি বলে জানা যায়।

 হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **