পোস্টগুলি

এপ্রিল, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের উদ্যোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার তত্ত্বাবধানে ইসলামপুর থানা প্রাঙ্গণে ইফতার পার্টি :

ছবি
মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের উদ্যোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার তত্ত্বাবধানে ইসলামপুর থানা প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজন করা হলো। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিল রানীনগর 1 নম্বর ভিডিও মোহাম্মদ ইকবাল ডোমকল সার্কেল ইন্সপেক্টর প্রসূন খা এবং রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন ।  এছাড়াও বেশকিছু মৌলানা সহ হিন্দু-মুসলিম এলাকাবাসী। এক মাওলানা সাহেব বলেন দু'বছর করোনাকালে এই ইফতার পার্টি বন্ধ ছিল দু'বছর পর ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের উদ্যোগে এই ইফতার পার্টিতে এসে তারা খুবই আনন্দ করেছেন এবং খুশি হয়েছেন বলে জানা যায়।  একই সঙ্গে বিগত বেশ কিছু দিন ধরে ইসলামপুর বাস স্ট্যান্ড অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল আজ বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইসলামপুর থেকে তেলাচুরা মোড় পর্যন্ত হাই স্ট্রীট ল্যাম্পের উদ্বোধন করেন। এই উদ্বোধনে ভিডিও মোহাম্মদ ইকবাল বলেন বিধায়ক সৌমিক হোসেনের সঙ্গে উন্নয়নের কাজে সামিল হতে পেরে তিনি খুব খুশি বলে জানা যায়।।

২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ :

ছবি
দিন দিন মোবাইল চুরির প্রকোপ বেড়ে চলেছে বিগত কয়েক মাসে হারিয়ে যাওয়া ২৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করল মুর্শিদাবাদের বহরমপুর থানার পুলিশ। বুধবার সকালে উদ্ধার করা ওই মোবাইল গুলো সঠিক মালিক নির্ধারণ করে  বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে এলো বহরমপুর থানার সাব ইন্সপেক্টর সুরজিৎ হালদার সহ কয়েকজন সিভিক ভলেন্টিয়ার।  বহরমপুর থানার পুলিশের এই তৎপরতায় খুশি হয়েছে বলে জানা গেছে, হারিয়ে যাওয়া মোবাইল মালিকরা। বহরমপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বহরমপুর বাসী।

বেলঘড়িয়া যতিন দাস নগর এর নেশা মুক্তি কেন্দ্র যুবককে পিটিয়ে মারার অভিযোগ এলাকায় উত্তেজনা ভাঙচুর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী লা

ছবি
বেলঘড়িয়া জতিন দাস নগর পাচ নম্বর এলাকায় নেশা মুক্তি কেন্দ্র এক যুবককে মারধর অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ l ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় l উত্তেজিত জনতা এলাকায় গাড়িতে ভাঙচুর চালায় l ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ র‍্যফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে l মৃত যুবকের নাম সুমন সরদার, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নেশা মুক্তি কেন্দ্র দেড়শ জন মানুষকে নেশা ছাড়ানোর জন্য আটকে রাখা হতো l নেশা মুক্তি কেন্দ্র আটকে রেখে চলতে অকথ্য অত্যাচার l ভাঙচুর হয় দুটো বাড়ি যতীন দাসের l পুলিশ মালিককে আটক করে নিয়ে যায় এবং এলাকার মানুষের আরো অভিযোগ এইখানে এর আগেও আরো দুজন মারা যায় l সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালনা করতো l তাদের পুলিশ প্রশাসন এবং ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছে দাবি এই কাজের সাথে যুক্ত মালিক এবং তার সাথে আরও যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে l  এই অঞ্চলে যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার দিকে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধি সজাগ থাকতে হবে l শুভ মুখার্জি আনুমানিক বয়স ২৭ পরিবার সূত্রে জানা যায় শুভ মুখার্জি একটু ...

বারাকপুর মনিরামপুরের বড়তলা স্পোটিং ক্লাবের উদ্যোগ ৫ কন্যা দান :

ছবি
বারাকপুর মনিরামপুরের বড়তলা স্পোটিং ক্লাবের উদ্যোগ ৫ কন্যা দান। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দুস্থ পাঁচ কন্যাকে নির্বাচিত করে ক্লাব সদস্যরা। আর সেই রাজকন্যার জন্য নির্বাচিত হয় ৫ রাজপুত্রের। আর অরম্বরে কোন খামতি রাখেনি ক্লাব সদস্যরা। কোন  পিতা-মাতা বা কন্যা নিজেই যাতে মনে না হয় তার পিতা গরিব তাই বিয়ে দিতে পারবে না তাদের মনোবাঞ্ছা পূর্ণ করল বটতলা স্পোটিং ক্লাবের সদস্যরা। আয়োজনে কোন কম ছিল না অনুষ্ঠানে পালকি করে এলো কনে ঘোড়ার গাড়িতে করে বর। মন্ডপ ছিল সুসজ্জিত। ৫ কন্যার জন্য ছিল ৫পুরোহিত ছিল।  দান সামগ্রীতে ছিল খাট, আলমারি, ড্রেসিং টেবিল থেকে শুরু করে বিয়ের তত্ত্ব এমনকি বাদ যায়নি সোনার গহনাও। এই পাঁচ কন্যার বিবাহ দেখতে বহু মানুষ সমাগম হয়েছিল মনিরামপুরের বড়তলা স্পোটিং ক্লাবে। এরকম অনুষ্ঠানে আসতে পেরে খুশি বর কনে সহ সকলেই।তারা কখনও স্বপ্নেও ভাবেনি এত জাকজমোক করে তাদের বিয়ে অনুষ্ঠান হবে।  এভাবে গরীব দুঃস্থ মানুষদের পাশে থাকতে পেরে খুশি ক্লাব উদ্যোক্তারাও। বিয়ের অনুষ্ঠান পর্বের পরে ছিল ভুরিভোজের অনুষ্ঠান। উদ্যোক্তারা জানালেন প্রায় ১২০০ লোকের খ...

মুর্শিদাবাদের রাণীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইফতার পার্টি :

ছবি
মুর্শিদাবাদের রাণীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হলো ইসলামপুরে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে। টানা 21 দিন নিষ্ঠা ভাবে রোজা পালন করছে ইসলাম ধর্মের মানুষ। বিধায়ক সৌমিক হোসেন রানীনগর 1 নম্বর  বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে রানীনগর বিধানসভায় মানুষের জন্য কিছু না কিছু করেই চলেছেন। আজ তারওই তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, সমস্ত ব্যয় ভার তিনি নিজেই বহন করছেন। প্রত্যেক দিনের মতোই আজকেও সন্ধ্যে ৬:৫ মিনিটে রোজা ভেঙ্গে এই ইফতার পার্টিতে ইফতার করলো প্রায় ৫ হাজার মানুষ । ইফতার শেষে তাদের মাংস ভাত খাওয়ানো হয় বলে জানা গিয়েছে। আজকের এই ইফতার পার্টিতে সহযোগিতার হাত বাড়িয়েছে  ইসলামপুর চক  গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং সমস্ত মেম্বার, রানীনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশ অনুসারে আনুমানিক ৫000 রোজাদারদের ইফতারে যাতে কোন অসুবিধে না হয় তার দেখভাল করতে এগিয়ে এসেছে সমস্ত হিন্দু-মুসলিম ভাই...

বরানগর রেড ভলেন্টিয়ার দের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ার দিবস উদযাপন ;

ছবি
লেলিনের ১৫৩ তম জন্মদিন লেলিন রাশিয়াতে বিপ্লবের সময় গড়ে তুলেছিলেন রেট ভলেন্টিয়ার l তার সেই ভাবনা চিন্তার সম্মান জানিয়ে আজ সারা রাজ্যে রেড ভলেন্টিয়ার দের পক্ষ থেকে আজ রেড ভলেন্টিয়ার দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে l সেই উপলক্ষে বরানগরে বনহুগলী সিপিএমের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় সেই মিছিল স্ট্যাটিস্টিকাল এর পাশ দিয়ে গোপাল লাল ঠাকুর রোড হয়ে বাঘাযতীন রোড হয়ে টপিন রোড  মরে এসে শেষ হয় l বনহুগলী রেড ভলেন্টিয়ার এর মশাল মিছিল উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র জগতের শিল্পী এবং নাট্যকার বিমল চক্রবর্তী l মশাল ধরিয়ে সেই মশাল রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে তুলে দেন l তার পর মশাল মিছিল শুরু হয় এবং টপিন রোড মরে শেষ l  সেখানে একটি সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় l গান আবৃত্তি কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কর্মসূচি হয় l অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কুইজ মাস্টার শুভব্রত চক্রবর্তী এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় l সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন l  আজকে সভায় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটি সদস্য হেমাঙ্গরাজ ভট্...

নারী নির্যাতন এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদ দাবিতে উত্তর ২৪ পরগনা জেলা এ বি টি এ পক্ষ থেকে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল :

ছবি
নারী নির্যাতন এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদ দাবিতে আজ উত্তর ২৪ পরগনা জেলা শাখার পক্ষ থেকে আজ বিকেলে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করেন ।এস এন ব্যানার্জি রোড ধরে  চিড়িয়ামোড়  মিছিল শেষ হয় l তার পর সংক্ষিপ্ত বিক্ষোভ সভা সংগঠিত হয়  l এই বিক্ষোভ সভা এবং মিছিল এর মূল দাবী এসএসসিতে দুর্নীতি এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে l শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে l রাজ্যজুড়ে যে নারী ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা আনিস খানকে খুনের অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিল সংঘটিত হয় l  আগামী দিনে এবিটিএ রাজ্যের কমিটির পক্ষ থেকে উচ্চ শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে শিক্ষকরা রাস্তায় থাকবে । শিক্ষার স্বার্থে ছাত্রদের স্বার্থে এবিটিএ লড়াই আন্দোলন জারি থাকবে ।এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ রাজ্য...

ঋণ প্রদানকারী সংস্থার চাপে আত্মঘাতী হলো সোদপুর ঘোলার যুবক :

ছবি
এবার নৈহাটির ছায়া সোদপুরে কিস্তির টাকা না দিতে পেরে গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা, সংস্থার চাপে আত্মঘাতী হলো সোদপুর ঘোলার যুবক । কিস্তিতে গাড়ি কিনে সেই টাকা লকডাউনের জন্য ৪ মাস বকেয়া থাকায় লগ্নিকারি সংস্থার অত্যাচারে প্রাণ গেলো সোদপুর ঘোলা পূর্বাঞ্চল বি ব্লকের বাসিন্দা দেবজ্যোতি ভট্টাচার্যর (২৪) । অভিযোগ  কিস্তিতে টাকা মেটানোর চুক্তিতে দেবজ্যোতি গতিধারা প্রকল্পের মাধ্যমে একটি গাড়ি কিনেছিল । মাঝে দ্বিতীয় লকডাউনের সময়  ৪ মাসের কিস্তির টাকা বাকি পরে যায় । কিন্তু তার পর গত নভেম্বর থেকে সে ও তার বাবা মিলে প্রতি মাসে কিস্তির টাকা কোম্পানিকে দিয়ে আসছিলেন । তবে ফাইন্যান্স কোম্পানি যদি গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে সেই  ভয়ে গাড়ি রাস্তায় বার করছিলেন না । কিন্তু পরবর্তীতে কোম্পানির লোকের আশ্বাসে গত ১১ তারিখ দেবজ্যোতি গাড়িতে তেল ভরে ভাড়া খাটানোর জন্য বের হয় ।  কিন্তু রাস্তায় ফাইন্যান্স কোম্পানির লোকেরা ৪ মাস কিস্তি বাকি আছে এই অভিযোগ তুলে তার গাড়িটি ঘোলা মুরাগাছা মোড় থেকে নিয়ে চলে যায়ব। এর পরই সেই দিনই দেবজ্যোতি সোদপুর ৬, নম্বর রেল গেটে...

দশমিক পলাশের ভাবনার হাত ধরে বইয়ের ক্যালেন্ডার :

ছবি
কবি ও কবিতার মেলবন্ধনে প্রকাশিত হলো নববর্ষের ক্যালেন্ডার ১৪২৯,সম্পাদনায় দশমিক পলাশ : দশমিক পলাশের ভাবনার হাত ধরে বইয়ের পাতা থেকে কবিতা বেরিয়ে এসে দখল করেছে ক্যালেন্ডারের পাতা। গত ১৮এপ্রিল ২০২২সোমবার (৪- ঠা  বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ) বাংলা একাডেমি চত্বরে আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হলো দশমিক পলাশের সম্পাদনায় অভিনব ভাবনার প্রয়াস "কবিতার ক্যালেন্ডার"। কবি সুবোধ সরকার,কৃষ্ণা বসু,ভবানিপ্রসাদ মজুমদার,বেবী সাউ,প্রসূন ভৌমিক,ব্রত চক্রবর্তী,রাজকুমার দাস,কালীদাস ভদ্র,সুস্মেলী দত্ত,সুখেন মণ্ডল,অয়ন বন্দোপাধ্যায়,সুকান্ত রায় সহ মোট ৩০জন কবির কবিতা স্থান পেয়েছে এই কবিতার ক্যালেন্ডারে। যে সমস্ত কবির কবিতায় সমৃদ্ধ  কবিতার ক্যালেন্ডার তাদের বেশির ভাগ কবি উপস্থিত ছিলেন এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে।সম্পাদক,কবি  দশমিক পলাশ বলেন - তার এই অভিনব ভাবনার কারণ কবিতাকে বই,সভাকক্ষ,কিছু  কবিতা প্রেমী মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে কবিতা যাতে সর্বস্তরের মানুষের মধ্যে ঘরে ঘরে ছড়িয়ে যায়। তিনি আরো বলেন - যারা তার এই অভিনব উদ্যোগের পাশে থেকে প্রত্যক্ষ ভাবে সাহায্য করেছেন তারা হলেন - মৃদুল...

রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা দাবিতে ব্যারাকপুর রাজপথে বিজেপি মহিলা মোর্চা :

ছবি
রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ। বকটুই থেকে কামদুনি, নামখানা। রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা নিয়ে উঠছে দফায় দফায় প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও রাজ্যজুড়ে নারীদের নিরাপত্তা নেই কেন। তৃণমূলের দৌরাত্ম্যে বারবার ধর্ষিত হতে হচ্ছে বাচ্চা থেকে নাবালিকাকে। প্রমাণ লোপাটের খুনের অভিযোগও ধর্ষণকারীদের বিরুদ্ধে। এদিন নারীদের সুরক্ষার দাবি নিয়ে ব্যারাকপুর জেলা বিজেপি মহিলা মোর্চার ডাকে ব্যারাকপুর স্টেশন থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।  ব্যারাকপুর জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পিয়ালী দুবে মজুমদারের তত্ত্বাবধানে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। এদিন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর এসডিও অফিস পর্যন্ত সংগঠিত হয় এবং মিছিল শেষে এইচডি অফিসে গিয়ে কমিশনারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। মহিলা পুরুষ নির্বিশেষে এদিনের এই মিছিলে বহু মানুষ সামিল হন। এই দিন আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ ব্যানার্জি। এছাড়া ওই কর্মসূচিতে সামিল ...

চাতরা অঞ্চলে রামনবমী পদযাত্রা*

ছবি
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা : রাজ্য জুড়ে পালিত হচ্ছে রামনবমী। রামনবমী উপলক্ষে পদযাত্রার আয়োজন করেছিল উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত চাতরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। নিউটন বিশ্বাসের উদ্যোগে এদিন চাতরা বাজার থেকে পদযাত্রা শুরু হয় ঘোষপুর যমুনা সংঘ ক্লাবের মাঠ পর্যন্ত এলাকার মানুষের আনন্দঘন উপস্থিতিতে পদযাত্রাটি হয়। মিছিল যখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে তখন রাস্তার ধারে মানুষের উন্মাদনা চোখে পড়েছে। একদিকে মাইকের গান চলছে, সঙ্গে রাম ভক্তদের নাচ। মাঝে মাঝেই শোনা যাচ্ছে ভক্তদের মধ্যে থেকে 'জয় শ্রীরাম' ধ্বনি। নিউটন বিশ্বাস ছাড়াও এদিন মিছিলে অংশগ্রহণ করেছিলেন রাজু হালদার, বিশ্বজিৎ মন্ডল, দেবাঞ্জন চক্রবর্তী, নিমাই মন্ডল, সুকৃতি সরকার এবং চাতরা গ্রাম পঞ্চায়েতের সদস্যা শর্বরী আদিত্য রায়। তবে বিশেষভাবে নজর কেড়েছে পুলিশের উপস্থিতিতে। উপস্থিত ভক্তদের থেকে পুলিশের গাড়ি এবং কর্মীদের সংখ্যার দিকে সকলের দৃষ্টি  ছিল। প্রশাসনিকভাবে তৎপরতাও নজর কেড়েছে।

নবম বর্ষে বাসন্তী মাতার আরাধনায় সোনারপুর নতুনপল্লী রেনবো স্পোর্টিং ক্লাবঃ

ছবি
   সোনারপুর নতুনপল্লী রেনবো স্পোর্টিং ক্লাবের বাসন্তীপূজো এবং নবম বর্ষে পদার্পন করল। প্রতিমা এবং  মন্ডপ প্রতিবারের মতো এবারেও সাবেকিয়ানার ছাপ রেখেছে দর্শনার্থীদের মনে। এদিন পূজোর উদ্যোগতাদের  তরফে মিহির মন্ডল আমাদের জানালেন  তাদের পূজোর কথা। তিনি বলেন ষষ্ঠীর দিন স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্রের হাত ধরে এবছরের  পূজোর সূচনা হয়। এবছর ক্লাবের তরফে পূজোর পাঁচ দিন নানারকম জনমুখী ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  তাছাড়া অষ্টমী দিন প্রায় তিন হাজার মানুষকে ভোগ বিতরনের ব‍্যবস্থা করা হয়েছে। এই পূজোর আর এক উদ্যোগতা নবজীবন বৃদ্ধাবাসের কর্নধার দেবাশীষ সরকার  জানান এবার  তার এবং  ক্লাবের উদ্যোগে পিছিয়ে শিশুদের  শিক্ষা সামগ্রী ও মহিলা ও পুরুষদের বস্ত্রবিতরন করা হয়। প্রায় ১৫০জনকে এই উদ্যোগে সামিল করা হয়।এদিন এই পূজোর মহিলা উদ্যোগতাদের তরফে দোলন মন্ডল, শঙ্করি রায় জানালেন এবছর এই পূজোর চাদা কাটা থেকে শুরু করে পূজোর সব আয়োজন মহিলারা করেছেন।  এদিন মন্ডপে  গিয়ে  দেখা গেল মহিলারা সন্ধি পূজোর ...

৬০ তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজায় অর্জুনপুর "প্রভাতী সংঘ" উদ্যোগে বিচিত্রা অনুষ্ঠান :

ছবি
  "বাংলার বারো মাসে তেরো পার্বণ" উৎসবমুখর বাঙালি যেকোনো পুজোকে কেন্দ্র করে আনন্দ সম্পূর্ণরূপে চেটেপুটে নিতে পছন্দ করে। তাই ৬০ তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজায় অর্জুনপুর "প্রভাতী সংঘ" উদ্যোগে বিচিত্রা অনুষ্ঠান, বাচ্চাদের বসে আঁকার প্রতিযোগিতা এবং ১০০ পরিবারকে মুশারি বিতরন করে। প্রতি বছর এই পুজায় নতুন নতুন অনেক ভাবনা থাকে। এবার পূজো পরিচালনা ভূমিকায় এলাকার মহিলারা। উক্ত  অনুষ্ঠানে উপস্তিত ছিলেন   রাজারহাট-গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি , লোকসভার সাংসদ সৌগত রায়, বিধান নগর মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী,  দমদম পৌরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী, বোরো চেয়ারম্যান ২ প্রনয় রায় , ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল  ও বাংলার  চলচ্চিত জগতের পরিচালক পলাশ বৈরাগী ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।

সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল :

ছবি
সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল। ওই গাছের ডাল শুকিয়ে মাঝেমধ্যেই ভেঙ্গে পড়েছিল একটি ভয়াবহ অবস্থায় ছিল। ওই গাছটির কারণে বিপদজনক হয়ে উঠেছিল জলঙ্গী থানার অন্তর্গত ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ। ওই গাছ সম্পর্কে স্থানীয় মানুষ প্রশাসনকে অনেকবার সচেতন করেছে, শেষমেষ আজ তার নিষ্পত্তি ঘটলো । বনদপ্তর, ভিডিও, ইলেকট্রিক সিটি, ও থানার অনুমতি নিয়ে ওই গাছের ডাল কাটা হলো স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায়।। ভাদুরিয়া পাড়াবাসী এবং জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কের চলতি যানবাহন এবং মানুষজন আতঙ্কের হাত থেকে বাঁচল বলে জানা যায়। কেননা ওই ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ প্রতিমুহূর্তে শয়ে শয়ে লোক চলাফেরা করে। বিপদের আশঙ্কা বুঝেই আজ সকালে তড়িঘড়ি ব্যবস্থা নেই ভাদুরিয়া পাড়া বাজার  ব্যবসায়ী সমিতি।

মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব :

ছবি
প্রতিদিন বাড়ছে দূষণের মাত্রা। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৬.৫ মিলিয়ন মৃত্যু ঘটছে দূষণের ফলে যার মধ্যে ৬০% মৃত্যু ঘটছে হৃদরোগের কারণে। সিওপিডি বা COPD হল একটি ফুসফুসের রোগ যা কিনা বর্তমানে বিশ্বের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।  প্রতি বছর দূষণের ফলে আনুমানিক ৯.০ মিলিয়ন  অকাল মৃত্যু ঘটছে। প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। সেই লক্ষ্যে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব শীর্ষক বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।  উক্ত আলোচনায় একাধিক অভিজ্ঞ চিকিৎসকরা নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করে।  এদিন আলোচনায় হাজির ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ডা: দিলীপ কুমার, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডা: অভিরাল রায়, স্বাসযন্ত্রের মেডিসিন বিশেষজ্ঞ ডা: নন্দিনী বিস্বাস, অনকোলজিস্ট হেড এন্ড নেক সার্জন ডাঃ হর্ষ ধর ও আয়নাভ দেবগুপ্ত সহ অন্যান্যরা।