রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা দাবিতে ব্যারাকপুর রাজপথে বিজেপি মহিলা মোর্চা :


রাজ্য জুড়ে একের পর এক ধর্ষণ। বকটুই থেকে কামদুনি, নামখানা। রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা নিয়ে উঠছে দফায় দফায় প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়েও রাজ্যজুড়ে নারীদের নিরাপত্তা নেই কেন। তৃণমূলের দৌরাত্ম্যে বারবার ধর্ষিত হতে হচ্ছে বাচ্চা থেকে নাবালিকাকে। প্রমাণ লোপাটের খুনের অভিযোগও ধর্ষণকারীদের বিরুদ্ধে। এদিন নারীদের সুরক্ষার দাবি নিয়ে ব্যারাকপুর জেলা বিজেপি মহিলা মোর্চার ডাকে ব্যারাকপুর স্টেশন থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

 ব্যারাকপুর জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পিয়ালী দুবে মজুমদারের তত্ত্বাবধানে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। এদিন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর এসডিও অফিস পর্যন্ত সংগঠিত হয় এবং মিছিল শেষে এইচডি অফিসে গিয়ে কমিশনারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। মহিলা পুরুষ নির্বিশেষে এদিনের এই মিছিলে বহু মানুষ সামিল হন। এই দিন আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ ব্যানার্জি। এছাড়া ওই কর্মসূচিতে সামিল হন দলীয় বহু কর্মী-সমর্থকরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**