রাজ্য জুড়ে নারীদের সুরক্ষা দাবিতে ব্যারাকপুর রাজপথে বিজেপি মহিলা মোর্চা :
ব্যারাকপুর জেলা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী পিয়ালী দুবে মজুমদারের তত্ত্বাবধানে প্রতিবাদ মিছিল সংঘটিত হয়। এদিন ভারতীয় জনতা পার্টি ব্যারাকপুর জেলা মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে ব্যারাকপুর এসডিও অফিস পর্যন্ত সংগঠিত হয় এবং মিছিল শেষে এইচডি অফিসে গিয়ে কমিশনারকে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। মহিলা পুরুষ নির্বিশেষে এদিনের এই মিছিলে বহু মানুষ সামিল হন। এই দিন আর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সন্দীপ ব্যানার্জি। এছাড়া ওই কর্মসূচিতে সামিল হন দলীয় বহু কর্মী-সমর্থকরা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন