ঋণ প্রদানকারী সংস্থার চাপে আত্মঘাতী হলো সোদপুর ঘোলার যুবক :
এবার নৈহাটির ছায়া সোদপুরে কিস্তির টাকা না দিতে পেরে গাড়ি নিয়ে গেল ঋণ প্রদানকারী সংস্থা, সংস্থার চাপে আত্মঘাতী হলো সোদপুর ঘোলার যুবক ।
কিস্তিতে গাড়ি কিনে সেই টাকা লকডাউনের জন্য ৪ মাস বকেয়া থাকায় লগ্নিকারি সংস্থার অত্যাচারে প্রাণ গেলো সোদপুর ঘোলা পূর্বাঞ্চল বি ব্লকের বাসিন্দা দেবজ্যোতি ভট্টাচার্যর (২৪) । অভিযোগ কিস্তিতে টাকা মেটানোর চুক্তিতে দেবজ্যোতি গতিধারা প্রকল্পের মাধ্যমে একটি গাড়ি কিনেছিল । মাঝে দ্বিতীয় লকডাউনের সময় ৪ মাসের কিস্তির টাকা বাকি পরে যায় । কিন্তু তার পর গত নভেম্বর থেকে সে ও তার বাবা মিলে প্রতি মাসে কিস্তির টাকা কোম্পানিকে দিয়ে আসছিলেন । তবে ফাইন্যান্স কোম্পানি যদি গাড়িটি বাজেয়াপ্ত করতে পারে সেই ভয়ে গাড়ি রাস্তায় বার করছিলেন না । কিন্তু পরবর্তীতে কোম্পানির লোকের আশ্বাসে গত ১১ তারিখ দেবজ্যোতি গাড়িতে তেল ভরে ভাড়া খাটানোর জন্য বের হয় ।
কিন্তু রাস্তায় ফাইন্যান্স কোম্পানির লোকেরা ৪ মাস কিস্তি বাকি আছে এই অভিযোগ তুলে তার গাড়িটি ঘোলা মুরাগাছা মোড় থেকে নিয়ে চলে যায়ব। এর পরই সেই দিনই দেবজ্যোতি সোদপুর ৬, নম্বর রেল গেটের ট্রেনের সামনে ঝাপ দিয়ে আত্মঘাতী হয় । তার বাড়ির লোকের অভিযোগ যে দেবজ্যোতি শুধু ৪ মাসের কিস্তির টাকা বাকি ছিল, কিন্তু বর্তমানে সে আবার মাসে মাসে কিস্তির টাকা শোধ করছিল । ওর ভয় ছিল, যে গাড়ি নিয়ে রাস্তায় বেরোলেই তার গাড়ি নিয়ে নেয়া হবে, সেই ভয়ে সে গাড়ি চালাচ্ছিল না, বাড়িতেই রেখেছিল । কিন্তু যারা কিস্তির টাকা বাড়িতে এসে সংগ্রহ করতো তারাই আশ্বাস দিয়েছিল যেহেতু সে প্রতিমাসে কিস্তির টাকা দিচ্ছে তাই তার গাড়ি রাস্তায় বাজেয়াপ্ত করা হবে না । এবং তাদেরই আশ্বাস শুনে সে ১১ তারিখ বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে ছিল এবং তারপর তার গাড়ি নিয়ে নেওয়া হয়েছে । পরিবারের লোকের অভিযোগ পরিকল্পনামাফিক কিস্তি সংগ্রহকারক কোম্পানি গৌরবের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে, আর ফাইন্যান্স কোম্পানির লোক এমন কিছু করেছে বা বলেছে তাই বাধ্য হয়ে সে অপমানে আত্মহত্যা করেছে । তাদের দাবি ফাইন্যান্স কোম্পানির কথা শুনে কিস্তিতে গাড়ি কেনা উচিত না । গত ১৮ এপ্রিল দেবজ্যোতির বাবা ঘোলা থানায় ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, দেবজ্যোতি ভট্টাচার্য্য গাড়ি চালিয়ে পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল,ঋণ প্রদানকারী সংস্থার চাপে যুবকের মৃত্যু নৈহাটির ঘটনার পর ঋণ প্রদানকারী সংস্থার বিরুদ্ধে সড়ব ও দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন ঘোলা পূর্বাঞ্চলের দেবজ্যোতি ভট্টাচার্যের পরিবারের লোকজন ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন