নারী নির্যাতন এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদ দাবিতে উত্তর ২৪ পরগনা জেলা এ বি টি এ পক্ষ থেকে বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল :


নারী নির্যাতন এবং এসএসসি দুর্নীতির প্রতিবাদ দাবিতে আজ উত্তর ২৪ পরগনা জেলা শাখার পক্ষ থেকে আজ বিকেলে ব্যারাকপুর স্টেশন চত্বর থেকে মিছিল করেন ।এস এন ব্যানার্জি রোড ধরে  চিড়িয়ামোড়  মিছিল শেষ হয় l তার পর সংক্ষিপ্ত বিক্ষোভ সভা সংগঠিত হয়  l এই বিক্ষোভ সভা এবং মিছিল এর মূল দাবী এসএসসিতে দুর্নীতি এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে l শিক্ষা মন্ত্রীর পদত্যাগ করতে হবে l রাজ্যজুড়ে যে নারী ধর্ষণ নারী নির্যাতনের বিরুদ্ধে এবং আলিয়া বিশ্ববিদ্যালয় ছাত্র নেতা আনিস খানকে খুনের অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের দিকে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিল সংঘটিত হয় l 

আগামী দিনে এবিটিএ রাজ্যের কমিটির পক্ষ থেকে উচ্চ শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন এবং আরও বৃহত্তর আন্দোলনের পথে শিক্ষকরা রাস্তায় থাকবে । শিক্ষার স্বার্থে ছাত্রদের স্বার্থে এবিটিএ লড়াই আন্দোলন জারি থাকবে ।এই বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন এবিটিএ রাজ্য সভাপতি কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য ,শুভব্রত চক্রবর্তী ,প্রবীর পাল ,অশোক পাল ,সুরজিৎ দে এবিটিএ উত্তর জেলা কমিটির সভাপতি সহ-সাংগঠনিক কর্মী-সমর্থকরা ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**