মুর্শিদাবাদের রাণীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইফতার পার্টি :


মুর্শিদাবাদের রাণীনগর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হলো ইসলামপুরে মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় প্রাঙ্গণে। টানা 21 দিন নিষ্ঠা ভাবে রোজা পালন করছে ইসলাম ধর্মের মানুষ। বিধায়ক সৌমিক হোসেন রানীনগর 1 নম্বর
 বিধানসভার বিধায়ক হওয়ার পর থেকে রানীনগর বিধানসভায় মানুষের জন্য কিছু না কিছু করেই চলেছেন। আজ তারওই তত্ত্বাবধানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে, সমস্ত ব্যয় ভার তিনি নিজেই বহন করছেন। প্রত্যেক দিনের মতোই আজকেও সন্ধ্যে ৬:৫ মিনিটে রোজা ভেঙ্গে এই ইফতার পার্টিতে ইফতার করলো প্রায় ৫ হাজার মানুষ । ইফতার শেষে তাদের মাংস ভাত খাওয়ানো হয় বলে জানা গিয়েছে। আজকের এই ইফতার পার্টিতে সহযোগিতার হাত বাড়িয়েছে 
ইসলামপুর চক  গ্রাম পঞ্চায়েতের প্রধান, এবং সমস্ত মেম্বার, রানীনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। বিধায়ক সৌমিক হোসেনের নির্দেশ অনুসারে আনুমানিক ৫000 রোজাদারদের ইফতারে যাতে কোন অসুবিধে না হয় তার দেখভাল করতে এগিয়ে এসেছে সমস্ত হিন্দু-মুসলিম ভাইয়েরা। রানীনগর 1 নম্বর ব্লকের রোজাদারদের কথা অনুযায়ী জানা যায় এর আগে কখনো এতো বড় ইফতার পার্টি কোনদিনও এলাকায় হয়নি। বিধায়ক সৌমিক হোসেন এবং রায় নগর 1 নম্বর ব্লকের রোজাদাররা খুবই খুশি হয়েছে বলে জানা যায় ইফতার শেষে বিধায়ক সৌমিক হোসেন বলেন তিনি যে উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তার কথা দেওয়া সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করবেন এবং রানীনগর বিধানসভা কে  নতুন রূপে সাজিয়ে দেবে। এছাড়াও তিনি আর কি কি উন্নয়ন করতে চলেছে সেটাও আমাদের ক্যামেরার সামনে তুলে ধরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**