নবম বর্ষে বাসন্তী মাতার আরাধনায় সোনারপুর নতুনপল্লী রেনবো স্পোর্টিং ক্লাবঃ

  
সোনারপুর নতুনপল্লী রেনবো স্পোর্টিং ক্লাবের বাসন্তীপূজো এবং নবম বর্ষে পদার্পন করল। প্রতিমা এবং  মন্ডপ প্রতিবারের মতো এবারেও সাবেকিয়ানার ছাপ রেখেছে দর্শনার্থীদের মনে। এদিন পূজোর উদ্যোগতাদের  তরফে মিহির মন্ডল আমাদের জানালেন  তাদের পূজোর কথা। তিনি বলেন ষষ্ঠীর দিন স্থানীয় বিধায়ক অরুন্ধতী মৈত্রের হাত ধরে এবছরের  পূজোর সূচনা হয়। এবছর ক্লাবের তরফে পূজোর পাঁচ দিন নানারকম জনমুখী ও সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

তাছাড়া অষ্টমী দিন প্রায় তিন হাজার মানুষকে ভোগ বিতরনের ব‍্যবস্থা করা হয়েছে। এই পূজোর আর এক উদ্যোগতা নবজীবন বৃদ্ধাবাসের কর্নধার দেবাশীষ সরকার  জানান এবার  তার এবং  ক্লাবের উদ্যোগে পিছিয়ে শিশুদের  শিক্ষা সামগ্রী ও মহিলা ও পুরুষদের বস্ত্রবিতরন করা হয়। প্রায় ১৫০জনকে এই উদ্যোগে সামিল করা হয়।এদিন এই পূজোর মহিলা উদ্যোগতাদের তরফে দোলন মন্ডল, শঙ্করি রায় জানালেন এবছর এই পূজোর চাদা কাটা থেকে শুরু করে পূজোর সব আয়োজন মহিলারা করেছেন।
 এদিন মন্ডপে  গিয়ে  দেখা গেল মহিলারা সন্ধি পূজোর আয়োজনে ব‍্যস্ত।  দোলন ও শঙ্করি দেবী জানান দশমীতে পান্তা কচুর শাক নয়রকম ভাজা দিয়ে মাকে ভোগ দেওয়া  হয় সাথে দই মিষ্টি। সিদুর খেলার পর ভারাক্রান্ত মন নিয়ে  তারা মাকে বিদায় দেন এবং  আগামীবছরের জন‍্য অপেক্ষা  করেন। এই কটা দিন খুব আনন্দ মজা করে কাটে এলাকাবাসির। তবে করোনার আবহে এই পূজোতে কোন প্রভাব  পড়ে নি বলেও উদ্যোগতারা জানান। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**