৬০ তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজায় অর্জুনপুর "প্রভাতী সংঘ" উদ্যোগে বিচিত্রা অনুষ্ঠান :

 
"বাংলার বারো মাসে তেরো পার্বণ" উৎসবমুখর বাঙালি যেকোনো পুজোকে কেন্দ্র করে আনন্দ সম্পূর্ণরূপে চেটেপুটে নিতে পছন্দ করে। তাই ৬০ তম বর্ষের সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পুজায় অর্জুনপুর "প্রভাতী সংঘ" উদ্যোগে বিচিত্রা অনুষ্ঠান, বাচ্চাদের বসে আঁকার প্রতিযোগিতা এবং ১০০ পরিবারকে মুশারি বিতরন করে। প্রতি বছর এই পুজায় নতুন নতুন অনেক ভাবনা থাকে। এবার পূজো পরিচালনা ভূমিকায় এলাকার মহিলারা। উক্ত  অনুষ্ঠানে উপস্তিত ছিলেন 
 রাজারহাট-গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সি , লোকসভার সাংসদ সৌগত রায়, বিধান নগর মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী,  দমদম পৌরসভার চেয়ারম্যান কস্তুরী চৌধুরী, বোরো চেয়ারম্যান ২ প্রনয় রায় , ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পাল  ও বাংলার  চলচ্চিত জগতের পরিচালক পলাশ বৈরাগী ও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বৃন্দ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!