সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল :

সরকারি নির্দেশ মেনে মুর্শিদাবাদের জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কে কাটা হলো বহু প্রাচীন গাছের ডাল। ওই গাছের ডাল শুকিয়ে মাঝেমধ্যেই ভেঙ্গে পড়েছিল একটি ভয়াবহ অবস্থায় ছিল। ওই গাছটির কারণে বিপদজনক হয়ে উঠেছিল জলঙ্গী থানার অন্তর্গত ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ। ওই গাছ সম্পর্কে স্থানীয় মানুষ প্রশাসনকে অনেকবার সচেতন করেছে, শেষমেষ আজ তার নিষ্পত্তি ঘটলো ।
বনদপ্তর, ভিডিও, ইলেকট্রিক সিটি, ও থানার অনুমতি নিয়ে ওই গাছের ডাল কাটা হলো স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায়।। ভাদুরিয়া পাড়াবাসী এবং জলঙ্গি বহরমপুর রাজ্য সড়কের চলতি যানবাহন এবং মানুষজন আতঙ্কের হাত থেকে বাঁচল বলে জানা যায়। কেননা ওই ভাদুরিয়া পাড়া বাস স্টপেজ প্রতিমুহূর্তে শয়ে শয়ে লোক চলাফেরা করে। বিপদের আশঙ্কা বুঝেই আজ সকালে তড়িঘড়ি ব্যবস্থা নেই ভাদুরিয়া পাড়া বাজার  ব্যবসায়ী সমিতি।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**