মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব :


প্রতিদিন বাড়ছে দূষণের মাত্রা। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ৬.৫ মিলিয়ন মৃত্যু ঘটছে দূষণের ফলে যার মধ্যে ৬০% মৃত্যু ঘটছে হৃদরোগের কারণে। সিওপিডি বা COPD হল একটি ফুসফুসের রোগ যা কিনা বর্তমানে বিশ্বের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ।  প্রতি বছর দূষণের ফলে আনুমানিক ৯.০ মিলিয়ন  অকাল মৃত্যু ঘটছে। প্রতি বছর ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়। সেই লক্ষ্যে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যের উপর দূষণের প্রভাব শীর্ষক বিষয়ক একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।  উক্ত আলোচনায় একাধিক অভিজ্ঞ চিকিৎসকরা নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করে। 
এদিন আলোচনায় হাজির ছিলেন সিনিয়র কার্ডিওলজিস্ট মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালে ডা: দিলীপ কুমার, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ ডা: অভিরাল রায়, স্বাসযন্ত্রের মেডিসিন বিশেষজ্ঞ ডা: নন্দিনী বিস্বাস, অনকোলজিস্ট হেড এন্ড নেক সার্জন ডাঃ হর্ষ ধর ও আয়নাভ দেবগুপ্ত সহ অন্যান্যরা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**