বরানগর রেড ভলেন্টিয়ার দের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ার দিবস উদযাপন ;

লেলিনের ১৫৩ তম জন্মদিন লেলিন রাশিয়াতে বিপ্লবের সময় গড়ে তুলেছিলেন রেট ভলেন্টিয়ার l তার সেই ভাবনা চিন্তার সম্মান জানিয়ে আজ সারা রাজ্যে রেড ভলেন্টিয়ার দের পক্ষ থেকে আজ রেড ভলেন্টিয়ার দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে l সেই উপলক্ষে বরানগরে বনহুগলী সিপিএমের পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় সেই মিছিল স্ট্যাটিস্টিকাল এর পাশ দিয়ে গোপাল লাল ঠাকুর রোড হয়ে বাঘাযতীন রোড হয়ে টপিন রোড  মরে এসে শেষ হয় l বনহুগলী রেড ভলেন্টিয়ার এর মশাল মিছিল উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র জগতের শিল্পী এবং নাট্যকার বিমল চক্রবর্তী l মশাল ধরিয়ে সেই মশাল রেড ভলেন্টিয়ার কর্মীদের হাতে তুলে দেন l তার পর মশাল মিছিল শুরু হয় এবং টপিন রোড মরে শেষ l 
সেখানে একটি সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয় l গান আবৃত্তি কুইজ প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা কর্মসূচি হয় l অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কুইজ মাস্টার শুভব্রত চক্রবর্তী এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয় l সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন l
 আজকে সভায় উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটি সদস্য হেমাঙ্গরাজ ভট্টাচার্য্য, বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী এবং নাট্যকার বিমল চক্রবর্তী ,কলকাতা হাইকোর্টের দুজন আইনজীবী সায়ন ব্যানার্জি এবং দেবলীনা সরকার এবং ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সুপর্ণা ভদ্র সহ ছাত্র যুব মহিলা এবং সিপিআইএমের কর্মী-সমর্থক ও নেতৃত্বরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে l অনেক পথ চলতি মানুষ এই জনবহুল জায়গায় অনুষ্ঠানটি হওয়ায় মানুষ দাঁড়িয়ে এই অনুষ্ঠান দেখেন অংশগ্রহণ করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

*নাদের পরিচালনায় আয়োজিত হলো "সার্বজনীন রবীন্দ্রনাথ" নামে অনুষ্ঠান **