মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের উদ্যোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার তত্ত্বাবধানে ইসলামপুর থানা প্রাঙ্গণে ইফতার পার্টি :

মুর্শিদাবাদের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশীদ আলমের উদ্যোগে মুর্শিদাবাদ পুলিশ জেলার তত্ত্বাবধানে ইসলামপুর থানা প্রাঙ্গণে ইফতার পার্টির আয়োজন করা হলো। এই ইফতার পার্টিতে উপস্থিত ছিল রানীনগর 1 নম্বর ভিডিও মোহাম্মদ ইকবাল ডোমকল সার্কেল ইন্সপেক্টর প্রসূন খা এবং রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন । 
এছাড়াও বেশকিছু মৌলানা সহ হিন্দু-মুসলিম এলাকাবাসী। এক মাওলানা সাহেব বলেন দু'বছর করোনাকালে এই ইফতার পার্টি বন্ধ ছিল দু'বছর পর ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খুরশিদ আলমের উদ্যোগে এই ইফতার পার্টিতে এসে তারা খুবই আনন্দ করেছেন এবং খুশি হয়েছেন বলে জানা যায়। 
একই সঙ্গে বিগত বেশ কিছু দিন ধরে ইসলামপুর বাস স্ট্যান্ড অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল আজ বিধায়ক সৌমিক হোসেন এর তত্ত্বাবধানে ইসলামপুর থেকে তেলাচুরা মোড় পর্যন্ত হাই স্ট্রীট ল্যাম্পের উদ্বোধন করেন। এই উদ্বোধনে ভিডিও মোহাম্মদ ইকবাল বলেন বিধায়ক সৌমিক হোসেনের সঙ্গে উন্নয়নের কাজে সামিল হতে পেরে তিনি খুব খুশি বলে জানা যায়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

বেহালায় সোমার " শাইন অ্যান্ড শ‍্যাডো "ত্বক ও রূপচর্চার আধুনিক ক্লিনিক!