বেলঘড়িয়া যতিন দাস নগর এর নেশা মুক্তি কেন্দ্র যুবককে পিটিয়ে মারার অভিযোগ এলাকায় উত্তেজনা ভাঙচুর ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী লা
বেলঘড়িয়া জতিন দাস নগর পাচ নম্বর এলাকায় নেশা মুক্তি কেন্দ্র এক যুবককে মারধর অত্যাচার করে মেরে ফেলার অভিযোগ l ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় l উত্তেজিত জনতা এলাকায় গাড়িতে ভাঙচুর চালায় l ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ র্যফ ও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে l মৃত যুবকের নাম সুমন সরদার, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই নেশা মুক্তি কেন্দ্র দেড়শ জন মানুষকে নেশা ছাড়ানোর জন্য আটকে রাখা হতো l নেশা মুক্তি কেন্দ্র আটকে রেখে চলতে অকথ্য অত্যাচার l
ভাঙচুর হয় দুটো বাড়ি যতীন দাসের l পুলিশ মালিককে আটক করে নিয়ে যায় এবং এলাকার মানুষের আরো অভিযোগ এইখানে এর আগেও আরো দুজন মারা যায় l সম্পূর্ণ বেআইনিভাবে পরিচালনা করতো l তাদের পুলিশ প্রশাসন এবং ওয়ার্ডের জনপ্রতিনিধির কাছে দাবি এই কাজের সাথে যুক্ত মালিক এবং তার সাথে আরও যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে l এই অঞ্চলে যাতে এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তার দিকে পুলিশ প্রশাসন এবং জনপ্রতিনিধি সজাগ থাকতে হবে l
শুভ মুখার্জি আনুমানিক বয়স ২৭ পরিবার সূত্রে জানা যায় শুভ মুখার্জি একটু মানসিক ভারসাম্য হীন ছিলেন । গতকাল রাতে বাড়িতে তাকে বেঁধে রাখা হয় । দড়ি দিয়ে তার পরে দড়ি ছিঁড়ে রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় শুভ মুখার্জি । বাড়ি উদয়পুর স্টেশন রোড নিমতা উত্তর দমদম পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডে থানার অন্তর্গত ।গতকাল রাত থেকেই নিখোঁজ ছিলেন l
বাড়ির লোকেরা গতকাল রাতের থেকেই আজ সকালেও বিভিন্ন জায়গায় খোজাখুজি করেন l আজ দুপুরে শুভ মুখার্জির এক প্রতিবেশী দেখতে পায় ৫ নম্বর যতীন দাস নগর কামারহাটি পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই পুকুরে ভাসছে একটি মানুষের দেহ । তার পরে বাড়ির লোকদের খবর দেন ।
এরপরে বাড়ির লোকরা আসে বেলঘড়িয়া থানার পুলিশ আসে মৃতদেহটি পুকুর থেকে তোলার পরে গতকাল রাতে নিখোঁজ থাকার ছেলের পরিচয় পাওয়া যায় । এরপর এর ঘটনা মৃতদেহটি প্রায় এক ঘন্টার উপর পুকুর থেকে মৃতদেহটি তুলে পুকুরের ঘাট পাড়ে রাখা হয় । দীর্ঘক্ষন ঘাট পাড়ে রোদের মধ্যে পড়ে থাকায় এলাকার মানুষের সাথে বেলঘড়িয়া থানার পুলিশের কথা কাটাকাটি শুরু হয় । এরপর বেলঘড়িয়া থানার পুলিশ মৃতদেহটিকে তুলে সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায় ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন