পোস্টগুলি

জানুয়ারী, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

*বাগবাজারে অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত ছোট ছোট স্কুলের শিশুদের পাশে ভারতের গণত্রান্তিক অধিকার সুরক্ষা কেন্দ্র**

ছবি
ভারতের গণত্রান্তিক অধিকার সুরক্ষা কেন্দ্র (the cpdr)এর উদ্যোগে  বুধবার বিকালে বাগবাজারে অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত ছোট ছোট স্কুলের শিশুদের হাতে  খাতা ও চকোলেট প্রদান করে l খুব উৎসাহের সঙ্গে তারা এ গুলি গ্রহণ করেন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অধ্যাপক দেবাশীষ চ্যাটার্জী l ক্রীড়া সংগঠক ও সমাজসেবী শিবু দে l এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদকরিম, সফি মহসিন, দেবরাজ মাইতি সহ সংগঠনে সদস্য ও কর্মীরা l সংগঠনের পক্ষ থেকে বলা হয় আগামী দিনে এই সব দুঃস্থ মানুষদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করবেন l এলাকার সাধারণ মানুষ এই কাজকে অভিনন্দন জানাই l

কামারহাটী সাগর দত্ত হাসপাতালে মাস্ক ও স‍্যানিটাইজার বিতরন পুলিশ কর্মী বাপনেরঃ

ছবি
 কামারহাটীর সাগর দত্ত হাসপাতালে  আজ প্রায়  ১৫০ জনকে কোভিড পরিস্থিতির কথা মাথায়  রেখে মাস্ক ও স‍্যানিটাইজার বিতরন করলেন সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী তথা কলকাতা  পুলিশ কর্মী বাপনদাস। তাকে এই কাজে সাহায‍্য করেছেন ভৈরব গাঙ্গুলী  কলেজের ছাত্র শুভঙ্কর সহ আরো অনেকে। চাকরির  পাশাপাশি  বাপন বাবু বরাবর সমাজসেবার কাজ করে আসছেন, লকডাউনের সময় তিনি বহু গরীব মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন তাছাড়া  মাস্কও স‍্যানিটাইজার ও বিতরন করছেন সব সময়। আর পুরো এই কর্মকান্ড তিনি করেছেন তার বেতনের টাকার একটা অংশে।  বাপন বাবু বলেন পুলিশের প্রতি মানুষের বিরুপ প্রতিক্রিয়াকে ভাঙতে তার এই সমাজ সেবার কাজ করা আর এই কাজে তিনি তার সহকারী দের পাশাপাশি  বহু সাধারণ  মানুষকে  তিনি পাশে পেয়েছেন। আজ তার এই কর্মকাণ্ডকে  স্বাগত জানাতে কামারহাটী হাসপাতালের ডাক্তার স্বাস্থ‍্য কর্মীরা তাকে বহবা দেন। এই এই বহবা পেয়ে তিনি বলেন এই প্রশংসা  তার জীবনের শ্রেষ্ঠ  পুরষ্কার।  তার সহযোগী  কলেজ ছাত্র  শুভঙ্কর জানান বাপনদা...

**কলকাতার রাজপথে পশুপ্রেমী রা**

ছবি
"জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর" প্রকৃত ভালোবাসা বলতে তাকেই বলে যে ঈশ্বরকে পেতে গেলে জীবের মধ্য দিয়ে তা খুঁজে পেতে হয় l তাই গত ১৭ই জানুয়ারী কলকাতার রাজপথে পশুপ্রেমী রা মার্চ-এর প্রতিবাদ দুর্বল জাতীয় ও রাষ্ট্রীয় প্রাণী আইনের বিরুদ্ধে। পিসিএ আইন  ১৯৬০ দুর্বল এবং অপ্রচলিত। তাই তাদের দাবি নতুন আইনে দরকার।  পিসিএ আইন ২০২১ দরকার নতুন আইন  l যা প্রাণী নির্যাতনকারীদের জন্য ভারী জরিমানা ও দীর্ঘ কারাবাসের মেয়াদ নিশ্চিত করতে হবে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা (পিসিএ) আইন, ১৯৬০ animal ৫০ টাকা জরিমানা দিয়ে পশু সহিংসতার সবচেয়ে মারাত্মক রূপকে শাস্তি । পশুর অপব্যবহারের জন্য কঠোর শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সংশোধনী বিল, সোশ্যাল মিডিয়া প্রচার এবং আর্জি করেছে সংগঠন কারীরা l সময় এসেছে  পশুপ্রেমী সংগঠনকে আরও শক্ত করার জন্য। ভবিষ্যতে প্রাণীবান্ধব l  এই প্রতিবাদ কলকাতার আজ পশুপ্রেমী এক মিছিলের মধ্য দিয়ে রাজপথ কাপালেন পশুপ্রেমী রা l এই পশুপ্রেমী আন্দোলন বিভিন্ন পশুপ্রেমী মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এই আন্দোলনকে আরো শক...

"রেহার গানের অ্যালবাম "আমি" রিলিজ হলো,,

ছবি
শনিবারের বিকেল।কলকাতার প্রেসক্লাবের ময়দানের খোলা আকাশের নিচে নতুন প্রজন্মের শিল্পী রেহা তাঁর নতুন বাংলা গানের ভিডিও এ্যালবাম "আমি" রিলিজ করলেন। শিল্পীকে উৎসাহিত করতে এই অনুষ্ঠানে হাজির হলেন,খ্যাতনামা সঙ্গীত পরিচালক জয় সরকার, গীতিকার গৌতম সুস্মিত, সঙ্গীত পরিচালক বাবুল বোস, সুধীর দত্ত,পরিচালক রেশমি মিত্র প্রমুখ। হাজির ছিলেন রেহার গানের গীতিকার স্মরনজিৎ বন্দ্যোপাধ্যায় এবং সুরকার বাপ্পা অরিন্দম। সাংবাদিক সম্মেলনে ভিডিও অ্যালবাম আমি রিলিজের মুহূর্তে শিল্পী রেহা জানালেন, করোনা আবহে উপলব্ধি করলাম, একাকিত্ব আর সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটা যেমন নেতিবাচক,তেমন শিল্পী মনে এক ইতিবাচক দিকও কাজ করে থাকে।তাই গীতিকার ও সুরকারকে নিয়ে ত্রয়ীর রসায়নে গড়ে উঠেছে আমি।নবীন গায়িকা রেহা মূলত আসামের কন্যা হলেও এই মুহূর্তে মুম্বাইতে।সঙ্গীত জীবনে ১৯১৩ সালে ইন্ডিয়ান আইডল অনুষ্ঠানে প্রথম দশে স্থান পাওয়ার কৃতিত্বকে সম্বল করে সাফল্যের শীর্ষে পৌঁছানোর লক্ষে মুম্বাই বাস । ইতিমধ্যেই সুখবিন্দার সিংয়ের সঙ্গে দ্বৈত কণ্ঠে একটি মারাঠি ছবিতে গান গেয়েছেন রেহা। আমি গানের অ্যালবামটি জীবনের কোলাহ...

এবার পথে নামলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র :

ছবি
সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য এবং সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক সূর্যকান্ত মিশ্র পানিহাটিতে দুটি জায়গায় অর্থ সংগ্রহ করেন l প্রথমে ঘোলা বাজারে এবং সেখানে সংক্ষিপ্ত সভা হয় l দ্বিতীয় অর্থ সংগ্রহ করেন সোদপুর স্টেশন রোডে  ও সংক্ষিপ্ত সভা হয় l এই সভায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র l ছাড়া সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য l সিপিআই(এম )উ: ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য l সিপিআইএমের জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী l পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী , তানিয়া চক্রবর্তী ,অদ্বৈত পাল এবং কিশোর বিশ্বাস সহ ছাত্র-যুব মহিলা শ্রমিক বামপন্থী কর্মীরা l এই অর্থ সংগ্রহ অংশগ্রহণ করে এলাকার সাধারন পথ চলতি মানুষ সহ দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে অর্থ সাহায্য করেন l

**আবার ও কলকাতার বেহালা তে নকল দ্রব্যের হদিশ**

ছবি
বেশ কিছুদিন আগে কলকাতা শহরের পোস্তা থানার অন্তর্গত বড় বাজারে নকল কমফোর্ট কোম্পানির মশা মারা ধুপের সন্ধান মেলে পুনরায় শনিবার এই ঘটনার পুনরাবৃত্তি হলো বেহালার সোরশুনা থানার অন্তর্গত 316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকায়। এক গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাপুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও আই পি ইনভেস্টিগেশন আ্যন্ড ডিটেকটিভ সার্ভিস নামের এক প্রাইভেট সংস্থা এর যৌথ উদ্যোগে শনিবার দুপুরে  316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকার একটি গোডাউনে অভিযান চালায় এবং তারপর দেখা যায় ঐ গোডাউনে  তৈরি করা হচ্ছে, কমফোর্ট নামের এক  নামী কোম্পানির মশা মারার নকল ধূপ।  প্রায় লক্ষাধিক টাকার  ধূপ বানানোর সরঞ্জামসহ নকল ধূপের প্যাকেট উদ্বার করেছে পুলিশ । ইতিমধ্যে গোডাউনের ওই মালিক কে গ্ৰেপ্তার করেছে সোরশুনা থানার পুলিশ ।এবং এই অসাধু চক্রের পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

**পথশ্রী প্রকল্পে পুনরায় নতুনভাবে সেজে উঠল সোদপুর মধ্যমগ্রাম অমরাবতী মোড়**

ছবি
প্রায় গত তিন বছর ধরে সোদপুর মধ্যমগ্রাম রোড অর্ধেক কাজ করে কন্টাকটার পালিয়ে যায় l তোলাবাজি টাকার ছাপ এর ফলে কন্টাকটার অর্ধেক কাজ করে চলে যায় lঅভিযোগ এলাকাবাসী ও পথ চলতি মানুষদের l অর্ধ  অবস্থায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা অর্ধেক কাজ হয়ে পড়ে থাকে l মানুষ জীবন হাতের মুঠোয় নিয়ে চলাচল করতে হয় l রাস্তাটি উঁচু হওয়ার কথা অমরাবতী মুখ থেকে ভুবনেশ্বরী স্কুল পর্যন্ত l  পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে একটু আগে তীর্থ ভারতীর আগে পর্যন্ত  এই কাজ হওয়ার কথা ছিল l লম্বা রাস্তাটির মাপ বারোশো মিটার l চওড়ায় রাস্তাটির মাপ ১৮ মিটার l ৯ মিটার কাজ হয় l বাদবাকিটা পড়ে থাকে l এই অবস্থায় রাস্তাটি পড়ে রয়েছে প্রায় দীর্ঘ তিন বছর ধরে l   এবার সামনে এসে গেছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে নতুন নামে আজ পুরোনো প্রকল্পের শিলান্যাস হল পথশ্রী প্রকল্পের নামে এই রাস্তাটি l একটি গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটি একদিকে বি টি রোড, সোদপুর স্টেশন ,কল্যাণী এক্সপ্রেসওয়ে এন এইচ ৩৪ এবং যশোর রোডের সাথে যোগাযোগ স্থাপন করে l এই রাস্তাটি তার দুর্দশা দীর্ঘদিন ধরে অর্...

**'তৃণমূলের দুয়ারে সরকার' ও 'বিজেপির আর নয় অন্যায়' দুই সরকারকে টেক্কা দিতে সিপিআই(এম ) অভিনব স্লোগান "আপনার বাড়ি কাস্তে হাতুড়ি ,একসাথে লড়বো একসাথে জিতবো" এই স্লোগান নিয়ে কামারহাটি জুড়ে বামেদের অভিনব প্রচার**

ছবি
তৃণমূলের দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান এবং বিজেপির আর নয় অন্যায় এবার সিপিআই(এম )শুরু কোরলো আপনার বাড়ি কাস্তে হাতুড়ি একসাথে লড়বো একসাথে জিতবো l এই শ্লোগান নিয়ে আজ সিপিআই(এম )কামারহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে কামারহাটি অঞ্চলের ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত  মিছিল শুরু হয় l  ৯ নম্বর ওয়ার্ড এবং ৮ নম্বর ওয়ার্ড এর মধ্যস্থল আড়িয়াদহ ,তেতুলতলা থেকে এই মিছিল শুরু হয়  l এই মিছিল উদ্বোধন করেন  সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ lউপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র l এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার l এই কর্মসূচি চলবে আগামী তিন দিন ধরে l  আগামীকাল সকালবেলায় যুব ফেডারেশনের উদ্যোগে ম্যারাথন দৌড় এবং আগামী রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির এই কর্মসূচিকে কেন্দ্র করে কামারহাটি অঞ্চলে বামপন্থীরা কোমর বেঁধে নেমে পড়েছে l আগামী বিধানসভা নির্বাচনকে কেন্...

**নাসরিনের "হারানো কথা"*

ছবি
*প্রতিবেদক* : "জানি না, যুদ্ধে আমরা জিতবো কিনা। আমিও আক্রান্ত এক সৈনিক হবো কিনা। তবে ফিরবো.... এই অন্তহীন অপেক্ষায় থাকা ভালোবাসার কাছে বুক দিয়ে টেনেও একদিন ঠিকই ফিরবো।" .... কথা হারিয়ে যায় সেই সমস্ত যোদ্ধাদের স্বার্থপরতার উর্ধ্বে উঠে পৃথিবীর প্রাণপ্রতিষ্ঠার কর্মযজ্ঞে সমাজসেবার সীমাহীন প্রচেষ্টার চাক্ষুষ দর্শনে। লেখিকা নাসরিন নাজমা-র "কথা হারানোর জার্নাল" করোনা অতিমারীর সময়ে যারা সমাজসেবার ব্রতী নিয়ে কাজ করে চলেছেন তার ইতিবৃত্ত তুলে ধরেছেন বইটির ছত্রে ছত্রে।  মাঝে মাঝে বিভিন্ন মনীষীদের উদ্ধৃতি তুলে প্রেরণাও  যুগিয়েছেন যোদ্ধাদের।  লেখিকা নিজেও অতিমারী  যুদ্ধক্ষেত্রে সৈনিকের ভূমিকায় হাজির ছিলেন। তাই হয়তো তাঁর সংগ্রাম-দর্শন আরও  প্রাণবন্ত হয়ে পাঠকের কাছে উঠে এসেছে। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কলকাতা প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হল কবি ও শিল্পকলা বিশেষজ্ঞ দেবাশীষ চন্দ, কবি ও বাংলাদেশ উপ দূতাবাসের প্রথম প্রেস সচিব মোফাখখারুল ইকবাল-এর উপস্থিতিতে। 'অতিমারীর  সময়ে যে অভিজ্ঞতা বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন তাকে শ্রদ...

ক্রাইম ব্রাঞ্চ এর অফিসার এবং ঘোলা থানা সহযোগিতায় আটক মাদকচক্র :

ছবি
একটি বোলারো পিকআপ গাড়ি কে তারা করে ক্রাইম ব্রাঞ্চ এর অফিসাররা তারা করতে করতে তাকে ঘোলা স্টেট জেনারেল হসপিটাল এর সামনে ধরে ফেলে। সাথে সহায়তা করে ঘোলা থানার পুলিশ । কয়েক কোটি টাকার মাদক  রয়েছে এই গাড়িটিতে। দুজনকে আটক করেছে পুলিশ। কোথায় নিয়ে যাচ্ছিল এবং এখানে কার সাথে যোগাযোগ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ l

যুবদিবসে রাজপথে অধ্যাপক থেকে মাস্টারমশাইরা,প্রতিবাদ জানালো শিক্ষক যুবনেতার অনৈতিক অপসারনে।

ছবি
১২ ই জানুয়ারি,আসানসোলঃ সমাজের মেরুদণ্ড গড়ার কারিগর শিক্ষক,সেই শিক্ষকের অনৈতিক অপসারনে ক্ষুদ্ধ শিক্ষক  সমাজ প্রতিবাদ জানাতে ডাক দেয় মৌন মিছিলের স্বামী বিবেকানন্দের জন্মদিনে। "বিশ্ব যুব দিবস" এ আসানসোলের রাজপথ প্রতিবাদমুখর হয়ে ওঠে তরুন ফায়ারব্র্যান্ড যুবনেতা অশোক রুদ্রের আসানসোল পৌরনিগমের প্রশাসকপদ থেকে অপসারণের প্রতিবাদে। ওয়েবকুপা অর্থাৎ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সংগঠনের সঞ্জীব পাণ্ডে, বীরু রজক, মাধ্যমিক শিক্ষক সমিতির রাজীব মুখার্জী ও প্রাথমিক শিক্ষক সমিতির হিমাদ্রি শেখর পাত্র, সৌম্যদীপ ঘোষ,যদুনাথ রায়ের নেতৃত্বে প্রায় পাঁচহাজার শিক্ষক শিক্ষিকাদের  মৌনমিছিল অতিক্রম করে বার্নপুর রাজপথে। এখানে উল্লেখ্য করোনা পরিস্থিতিতে মমতা ব্যানার্জী স্বয়ং অশোক রুদ্রের নেতৃত্বে শিক্ষক সংগঠনের কাজের লিখিত প্রশংসা করে, কাউন্সিলর না হওয়া সত্বেও দিয়েছিলেন প্রশাসকের দায়িত্ব।  যদিও তাঁর সারা রাজ্যব্যাপী কাজের পরিধি ও পরিচিতির নিরিখে এই পদপ্রাপ্তি আঞ্চলিক ভাবে বেঁধে দেওয়ার প্রচেষ্টা হলেও, অশোক রুদ্র  তিন মাস দায়িত্ব পেয়ে মানুষের পাশে থেকে প্রশাসক হিসাবে কাজ করার জন্য জনপ্...

রাজ্য সরকার আয়োজিত শ্রমিক মেলা নিয়ে সি আই টি ইউ বিক্ষোভ :

ছবি
সোদপুর ঘোলা থানার মুরাগাছা মোড়ে রাজ্য সরকার আয়োজিত শ্রমিক মেলা অনুষ্ঠিত হচ্ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী নির্মল মাঝি ও সৌগত রায়।  তখন সেই মেলায় তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে যায় সি আই টি ইউ। এই আন্দোলনে নেতৃত্ব দেন সি আই টি ইউ নেত্রী গার্গী চ্যাটার্জী l  বিক্ষোভকারীরা দাবি করেন মেলার নামে মহোৎসব চলছে l এখানে খাওয়া হচ্ছে বিরিয়ানি। পুলিশ বিক্ষোভকারীদের পথ আটকায় l বিক্ষোভকারীরা যাতে মেলায় ঢুকতে না পারে তার জন্য পুলিশ পিকেটিং করা হয়।  তখন বিক্ষোভকারীরা সোদপুর মধ্যমগ্রাম রোডের মুরাগাছায় অবরোধ করলেন l পুলিশ পথ অবরোধ তোলার জন্য আন্দোলনকারী দের ওপর পুলিশ লাঠিপেটা করেন l পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের বাঘ দন্ড চলে l পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।

কামারহাটি ২৮ নম্বর ওয়ার্ড জুড়ে বামেদের প্রচার আপনার বাড়ি কাস্তে হাতুড়ি :

ছবি
সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিনব প্রচার কর্মসূচী শুরু করলো আজ  l সকালে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের শালপাতা বাগান অঞ্চল থেকে আপনার বাড়ি কাস্তে হাতুড়ি একসাথে লড়বো একসাথে জিতবো কর্মসূচি শুরু হয় l শালপাতা বাগান অঞ্চল থেকে ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া পরিক্রমা করে বাড়ি বাড়ি প্রচার চালানো হয় l তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান ও বিজেপির স্লোগান আর নয় অন্যায় এর বিরুদ্ধে সিপিআই(এম) কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার চালান সুসজ্জিত মিছিল করে l  এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার ও প্রাক্তন কামারহাটি পৌরসভা পৌর প্রধান তমাল দে সহ সিপিআইএমের কর্মী-সমর্থকরা l বিজেপি এবং তৃণমূল একই পয়সার এপিঠ-ওপিঠ lকরোনাভাইরাস এর সময় লকডাউনে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ যে সংকটে পড়ে সেই সময় সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকরা শ্রমজীবী বাজার ,শ্রমজীবী ক্যান্টিন মাধ্যমে ...