**কলকাতার রাজপথে পশুপ্রেমী রা**
"জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর" প্রকৃত ভালোবাসা বলতে তাকেই বলে যে ঈশ্বরকে পেতে গেলে জীবের মধ্য দিয়ে তা খুঁজে পেতে হয় l তাই গত ১৭ই জানুয়ারী কলকাতার রাজপথে পশুপ্রেমী রা মার্চ-এর প্রতিবাদ দুর্বল জাতীয় ও রাষ্ট্রীয় প্রাণী আইনের বিরুদ্ধে। পিসিএ আইন
১৯৬০ দুর্বল এবং অপ্রচলিত। তাই তাদের দাবি নতুন আইনে দরকার। পিসিএ আইন ২০২১ দরকার নতুন আইন l যা প্রাণী নির্যাতনকারীদের জন্য ভারী জরিমানা ও দীর্ঘ কারাবাসের মেয়াদ নিশ্চিত করতে হবে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা (পিসিএ) আইন, ১৯৬০ animal ৫০ টাকা জরিমানা দিয়ে পশু সহিংসতার সবচেয়ে মারাত্মক রূপকে শাস্তি । পশুর অপব্যবহারের জন্য কঠোর শাস্তি চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সংশোধনী বিল, সোশ্যাল মিডিয়া প্রচার এবং আর্জি করেছে সংগঠন কারীরা l সময় এসেছে পশুপ্রেমী সংগঠনকে আরও শক্ত করার জন্য। ভবিষ্যতে প্রাণীবান্ধব l
এই প্রতিবাদ কলকাতার আজ পশুপ্রেমী এক মিছিলের মধ্য দিয়ে রাজপথ কাপালেন পশুপ্রেমী রা l এই পশুপ্রেমী আন্দোলন বিভিন্ন পশুপ্রেমী মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এই আন্দোলনকে আরো শক্তিশালী করলেন কলকাতার রাজপথ l পশুপ্রেমী হিসেবে চলচ্চিত্র জগতের শ্রীলেখা মিত্র, বিশিষ্ট গায়ক শিলাজিৎ মজুমদার, পরিচালক ওম চন্দ ও ক্রীড়া সংগঠক শিবু দে. উপস্থিত ছিলেন প্রান্তিক চ্যাটাজ্জী, অনাবিল চক্রবর্তী ও অন্যান্য পশুপ্রেমীরা মিছিলে পা মেলান l সাধারণ মানুষ ও পশু প্রেমিকরা স্বতঃস্ফূর্তভাব এই মিছিলে অংশগ্রহণ করেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন