**আবার ও কলকাতার বেহালা তে নকল দ্রব্যের হদিশ**


বেশ কিছুদিন আগে কলকাতা শহরের পোস্তা থানার অন্তর্গত বড় বাজারে নকল কমফোর্ট কোম্পানির মশা মারা ধুপের সন্ধান মেলে পুনরায় শনিবার এই ঘটনার পুনরাবৃত্তি হলো বেহালার সোরশুনা থানার অন্তর্গত 316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকায়।


এক গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাপুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও আই পি ইনভেস্টিগেশন আ্যন্ড ডিটেকটিভ সার্ভিস নামের এক প্রাইভেট সংস্থা এর যৌথ উদ্যোগে শনিবার দুপুরে  316 সরকার হাট লেনের গার্ডেন স্ট্রিট এলাকার একটি গোডাউনে অভিযান চালায় এবং তারপর দেখা যায় ঐ গোডাউনে  তৈরি করা হচ্ছে, কমফোর্ট নামের এক  নামী কোম্পানির মশা মারার নকল ধূপ।  প্রায় লক্ষাধিক টাকার  ধূপ বানানোর সরঞ্জামসহ নকল ধূপের প্যাকেট উদ্বার করেছে পুলিশ । ইতিমধ্যে গোডাউনের ওই মালিক কে গ্ৰেপ্তার করেছে সোরশুনা থানার পুলিশ ।এবং এই অসাধু চক্রের পিছনে আর কারা যুক্ত রয়েছে তা জানতে তদন্তে নেমেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**