এবার পথে নামলেন বাম নেতা সূর্যকান্ত মিশ্র :

সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য এবং সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্পাদক সূর্যকান্ত মিশ্র পানিহাটিতে দুটি জায়গায় অর্থ সংগ্রহ করেন l প্রথমে ঘোলা বাজারে এবং সেখানে সংক্ষিপ্ত সভা হয় l দ্বিতীয় অর্থ সংগ্রহ করেন সোদপুর স্টেশন রোডে  ও সংক্ষিপ্ত সভা হয় l এই সভায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র l ছাড়া সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য l
সিপিআই(এম )উ: ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য অনির্বাণ ভট্টাচার্য l সিপিআইএমের জেলা কমিটির অন্যতম সদস্য শুভব্রত চক্রবর্তী l পানিহাটি বামফ্রন্টের আহবায়ক দুলাল চক্রবর্তী , তানিয়া চক্রবর্তী ,অদ্বৈত পাল এবং কিশোর বিশ্বাস সহ ছাত্র-যুব মহিলা শ্রমিক বামপন্থী কর্মীরা l এই অর্থ সংগ্রহ অংশগ্রহণ করে এলাকার সাধারন পথ চলতি মানুষ সহ দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে অর্থ সাহায্য করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**