*বাগবাজারে অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত ছোট ছোট স্কুলের শিশুদের পাশে ভারতের গণত্রান্তিক অধিকার সুরক্ষা কেন্দ্র**


ভারতের গণত্রান্তিক অধিকার সুরক্ষা কেন্দ্র (the cpdr)এর উদ্যোগে  বুধবার বিকালে বাগবাজারে অগ্নি কাণ্ডে ক্ষতিগ্রস্ত ছোট ছোট স্কুলের শিশুদের হাতে  খাতা ও চকোলেট প্রদান করে l খুব উৎসাহের সঙ্গে তারা এ গুলি গ্রহণ করেন l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অধ্যাপক দেবাশীষ চ্যাটার্জী l ক্রীড়া সংগঠক ও সমাজসেবী শিবু দে l এছাড়া উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাসুদকরিম, সফি মহসিন, দেবরাজ মাইতি সহ সংগঠনে সদস্য ও কর্মীরা l সংগঠনের পক্ষ থেকে বলা হয় আগামী দিনে এই সব দুঃস্থ মানুষদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ করবেন l এলাকার সাধারণ মানুষ এই কাজকে অভিনন্দন জানাই l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**