**পথশ্রী প্রকল্পে পুনরায় নতুনভাবে সেজে উঠল সোদপুর মধ্যমগ্রাম অমরাবতী মোড়**

প্রায় গত তিন বছর ধরে সোদপুর মধ্যমগ্রাম রোড অর্ধেক কাজ করে কন্টাকটার পালিয়ে যায় l তোলাবাজি টাকার ছাপ এর ফলে কন্টাকটার অর্ধেক কাজ করে চলে যায় lঅভিযোগ এলাকাবাসী ও পথ চলতি মানুষদের l অর্ধ  অবস্থায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা অর্ধেক কাজ হয়ে পড়ে থাকে l মানুষ জীবন হাতের মুঠোয় নিয়ে চলাচল করতে হয় l রাস্তাটি উঁচু হওয়ার কথা অমরাবতী মুখ থেকে ভুবনেশ্বরী স্কুল পর্যন্ত l 

পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতাল থেকে একটু আগে তীর্থ ভারতীর আগে পর্যন্ত  এই কাজ হওয়ার কথা ছিল l লম্বা রাস্তাটির মাপ বারোশো মিটার l চওড়ায় রাস্তাটির মাপ ১৮ মিটার l ৯ মিটার কাজ হয় l বাদবাকিটা পড়ে থাকে l এই অবস্থায় রাস্তাটি পড়ে রয়েছে প্রায় দীর্ঘ তিন বছর ধরে l   এবার সামনে এসে গেছে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে নতুন নামে আজ পুরোনো প্রকল্পের শিলান্যাস হল পথশ্রী প্রকল্পের নামে এই রাস্তাটি l একটি গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তাটি একদিকে বি টি রোড, সোদপুর স্টেশন ,কল্যাণী এক্সপ্রেসওয়ে এন এইচ ৩৪ এবং যশোর রোডের সাথে যোগাযোগ স্থাপন করে l এই রাস্তাটি তার দুর্দশা দীর্ঘদিন ধরে অর্ধেক কাজ হয়ে পড়ে রয়েছে l

সেই পুরনো রাস্তার অর্ধেক কাজ হয়ে পড়ে থাকা রাস্তার কাজের সূচনা হলো আজ l আবার নতুন নামে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় একই প্রকল্পের বারবার এবং উদ্বোধন হচ্ছে তারই নিদর্শন রাখল পানিহাটিতে l এরই মধ্যে দিয়ে বোঝা যায় কাটমানি তোলাবাজির অবস্থা এই নতুনভাবে শিলান্যাস l এর  নামে শুধু টাকা নয় নয় ছয় হচ্ছে এই প্রকল্পের কাজে l খরচ ধরা হয়েছে ৪.৫ কোটি টাকা l মাননীয়া মুখ্যমন্ত্রী এর আগে বলেছেন ভাইদের উদ্দেশ্যে পুরো টাকা খাবে না ৭৫% পাঠাবে ২৫% রাখবে l এখন অপেক্ষায় থাকতে হবে বিধানসভা নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির কাজ শেষ হয় কিনা না l আবার টাকা তোলা কাটমানির জন্য কন্টাকটার পালিয়ে না যায় l 

এই রাস্তার কাজটি করছে p.w.d. l আজ এই শিলান্যাস অনুষ্ঠান উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্মল ঘোষ এবং দমদম লোকসভা কেন্দ্রের সংসদ অধ্যাপক সৌগত রায় p.w.d. দপ্তরের ইঞ্জিনিয়াররা সহ পানিহাটি পৌরসভা ইঞ্জিনিয়ার পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌর প্রতিনিধিরা উপস্থিত থেকে নতুন নামে নতুন ভাবে পুরনো রাস্তার কাজ শুরু হবার শিলান্যাস নারকেল ফাটিয়ে করলেন l এখন অপেক্ষায় থাকতে হবে রাস্তার শেষটা কোথায় দাঁড়ায় l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**