**'তৃণমূলের দুয়ারে সরকার' ও 'বিজেপির আর নয় অন্যায়' দুই সরকারকে টেক্কা দিতে সিপিআই(এম ) অভিনব স্লোগান "আপনার বাড়ি কাস্তে হাতুড়ি ,একসাথে লড়বো একসাথে জিতবো" এই স্লোগান নিয়ে কামারহাটি জুড়ে বামেদের অভিনব প্রচার**
তৃণমূলের দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান এবং বিজেপির আর নয় অন্যায় এবার সিপিআই(এম )শুরু কোরলো আপনার বাড়ি কাস্তে হাতুড়ি একসাথে লড়বো একসাথে জিতবো l এই শ্লোগান নিয়ে আজ সিপিআই(এম )কামারহাটি এরিয়া কমিটির পক্ষ থেকে কামারহাটি অঞ্চলের ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড পর্যন্ত মিছিল শুরু হয় l
৯ নম্বর ওয়ার্ড এবং ৮ নম্বর ওয়ার্ড এর মধ্যস্থল আড়িয়াদহ ,তেতুলতলা থেকে এই মিছিল শুরু হয় l এই মিছিল উদ্বোধন করেন সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য পলাশ দাশ lউপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং সিপিআই(এম )পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়নদ্বীপ মিত্র l এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য প্রদীপ মজুমদার l এই কর্মসূচি চলবে আগামী তিন দিন ধরে l
আগামীকাল সকালবেলায় যুব ফেডারেশনের উদ্যোগে ম্যারাথন দৌড় এবং আগামী রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির এই কর্মসূচিকে কেন্দ্র করে কামারহাটি অঞ্চলে বামপন্থীরা কোমর বেঁধে নেমে পড়েছে l আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাম এবং কংগ্রেসের ঐক্যকে শক্তিশালী করা ও রাজ্যে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করেছেন l
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন