কামারহাটী সাগর দত্ত হাসপাতালে মাস্ক ও স্যানিটাইজার বিতরন পুলিশ কর্মী বাপনেরঃ
কামারহাটীর সাগর দত্ত হাসপাতালে আজ প্রায় ১৫০ জনকে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মাস্ক ও স্যানিটাইজার বিতরন করলেন সাংসদ সৌগত রায়ের দেহরক্ষী তথা কলকাতা পুলিশ কর্মী বাপনদাস। তাকে এই কাজে সাহায্য করেছেন ভৈরব গাঙ্গুলী কলেজের ছাত্র শুভঙ্কর সহ আরো অনেকে। চাকরির পাশাপাশি বাপন বাবু বরাবর সমাজসেবার কাজ করে আসছেন, লকডাউনের সময় তিনি বহু গরীব মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন তাছাড়া মাস্কও স্যানিটাইজার ও বিতরন করছেন সব সময়। আর পুরো এই কর্মকান্ড তিনি করেছেন তার বেতনের টাকার একটা অংশে।
বাপন বাবু বলেন পুলিশের প্রতি মানুষের বিরুপ প্রতিক্রিয়াকে ভাঙতে তার এই সমাজ সেবার কাজ করা আর এই কাজে তিনি তার সহকারী দের পাশাপাশি বহু সাধারণ মানুষকে তিনি পাশে পেয়েছেন। আজ তার এই কর্মকাণ্ডকে স্বাগত জানাতে কামারহাটী হাসপাতালের ডাক্তার স্বাস্থ্য কর্মীরা তাকে বহবা দেন। এই এই বহবা পেয়ে তিনি বলেন এই প্রশংসা তার জীবনের শ্রেষ্ঠ পুরষ্কার।
তার সহযোগী কলেজ ছাত্র শুভঙ্কর জানান বাপনদার পাশে থাকতে পেরে তিনি খুব খুশী।
সবশেষে বাপন বাবু বলেন আগামী দিনেও তার এই প্রয়াস চলবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন