রাজ্য সরকার আয়োজিত শ্রমিক মেলা নিয়ে সি আই টি ইউ বিক্ষোভ :
সোদপুর ঘোলা থানার মুরাগাছা মোড়ে রাজ্য সরকার আয়োজিত শ্রমিক মেলা অনুষ্ঠিত হচ্ছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী নির্মল মাঝি ও সৌগত রায়। তখন সেই মেলায় তাদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে যায় সি আই টি ইউ। এই আন্দোলনে নেতৃত্ব দেন সি আই টি ইউ নেত্রী গার্গী চ্যাটার্জী l
বিক্ষোভকারীরা দাবি করেন মেলার নামে মহোৎসব চলছে l এখানে খাওয়া হচ্ছে বিরিয়ানি। পুলিশ বিক্ষোভকারীদের পথ আটকায় l বিক্ষোভকারীরা যাতে মেলায় ঢুকতে না পারে তার জন্য পুলিশ পিকেটিং করা হয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন