কামারহাটি ২৮ নম্বর ওয়ার্ড জুড়ে বামেদের প্রচার আপনার বাড়ি কাস্তে হাতুড়ি :

সিপিআই(এম) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির পক্ষ থেকে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিনব প্রচার কর্মসূচী শুরু করলো আজ  l সকালে কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৮ নম্বর ওয়ার্ডের শালপাতা বাগান অঞ্চল থেকে আপনার বাড়ি কাস্তে হাতুড়ি একসাথে লড়বো একসাথে জিতবো কর্মসূচি শুরু হয় l শালপাতা বাগান অঞ্চল থেকে ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া পরিক্রমা করে বাড়ি বাড়ি প্রচার চালানো হয় l তৃণমূল কংগ্রেসের দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান ও বিজেপির স্লোগান আর নয় অন্যায় এর বিরুদ্ধে সিপিআই(এম) কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি প্রচার চালান সুসজ্জিত মিছিল করে l 


এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই(এম) উ:২৪ পরগনা জেলা কমিটির অন্যতম সদস্য টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটির সম্পাদক প্রদীপ মজুমদার ও প্রাক্তন কামারহাটি পৌরসভা পৌর প্রধান তমাল দে সহ সিপিআইএমের কর্মী-সমর্থকরা l বিজেপি এবং তৃণমূল একই পয়সার এপিঠ-ওপিঠ lকরোনাভাইরাস এর সময় লকডাউনে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষ যে সংকটে পড়ে সেই সময় সিপিআই(এম)-এর কর্মী-সমর্থকরা শ্রমজীবী বাজার ,শ্রমজীবী ক্যান্টিন মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এবং ঝড়ের সময় বসিরহাট ,সুন্দরবন অঞ্চলে অসহায় মানুষের পাশে বামপন্থী মানুষেরাই দাঁড়ায় l সেই সময় তৃণমূল এবং বিজেপির লোকেরা কোথায় ছিল l আর এই ৯ বছরে মনে পড়েনি মানুষের পাশে দাঁড়ানোর কথা l ভোটের আগে তাদের মনে পড়েছে দুয়ারে সরকার l শুধু তোলাবাজি এবং কাটমানির মধ্যে দিয়েই সরকার চলেছে l এদের বিরুদ্ধে প্রচারের কর্মসূচি হিসেবে সিপিআই(এম ) টেক্সমাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি এই কর্মসূচি গ্রহণ করেন l

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**