পোস্টগুলি

জুন, ২০২২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মীরা অডিওর নতুন অ্যালবাম *"থাকিলে ভাটিখানা"* ব্যাপক ভাইরাল :

ছবি
বিশ্ব সঙ্গীত দিবসে  মুক্তি পেল মীরা অডিও প্রকাশিত *থাকিলে ভাটিখানা* শীর্ষক আধুনিক গানের ভিডিও অ্যালবাম। নীলাদ্রি ভাস্করের কন্ঠে, গানটি  অতনু দাশগুপ্তর সুরে, জ্ঞান বিকাশ দের রচনায়।  সঙ্গীতায়োজনে অতনু দাশগুপ্ত , গানটি ইতিমধ্যেই  নেট দুনিয়ায়  ব্যাপক সাড়া ফেলেছে । কলকাতা বেহালা চৌরাস্তায় একই ছাদের নিচে মীরা অডিও রেকর্ডিং স্টুডিও অডিও রেকর্ডিং , মিক্স মাস্টারিং, সংগীত আয়োজন,  ফিল্ম ভয়েস ডাবিং, এর বিশ্বস্ত প্রতিষ্ঠান, মীরা অডিও এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল বাংলা হিন্দী ও অন্যান্য ভাষার, আধুনিক , ডিভোশনাল ,  ফিল্মি গানের অডিও-ভিডিও রিলিজের প্ল্যাটফর্ম  , মীরা অডিও আগামী দিনে প্রকাশিত করতে চলেছে উদীয়মান ও প্রথিতযশা শিল্পীদের অডিও ভিডিও এ্যালবাম। ইউটিউবে ভিডিও টি দেখুন....ইউটিউব চ্যানেল *মীরা অডিও এন্টারটেনমেন্ট* ক্লিক করে।

সুভাষগ্রামে হয়ে গেল ক‍্যারাটের পাঠশালাঃ

ছবি
  ছোট ছোট ছেলে মেয়েদের ক‍্যারেটেতে বেশী করে আগ্রহী করার জন‍্য আজ সুভাষগ্রাম কোদালিয়া বালিকা বিদ‍্যালয়ের  পাশের মাঠে এক ক‍্যারাটে ক‍্যাম্প আয়োজন করা হয় মূলত  এই ক‍্যাম্পে ছাত্রছাত্রীদের   ক‍্যারাটে দক্ষতার  উপর পরীক্ষা  নেওয়া  হয়। এই শিবিরের  আয়োজক  ছিল গ্লোবাল  সতোকান  ক‍্যারাটে এ‍্যাসোসিয়েশনের দঃ চব্বিশ পরগনা জেলা শাখা।  আজ ১২০জন পরীক্ষার্থী এই শিবিরে  অংশগ্রহণ  করেন এবং  তারা স সন্মানে উত্তির্ণ হয়। এদিন পরীক্ষক সিহান  তারকনাথ সর্দার জানান ছাত্রছাত্রীদের  মধ‍্যে আরো বেশী করে ক‍্যারাটে কে জনপ্রিয়  করতে হবে। তাছাড়া  মেয়েদের  আরো বেশি করে ক‍্যারাটে প্রশিক্ষণ  দিতে হবে যাতে বর্তমান সময়  দাড়িয়ে তারা  নিজেদের প্রতিরক্ষা  নিজেরা করতে পারে।আয়োজক সেনসাই সিদ্ধার্থ মাইতি জানান লকডাউনের পর আরো বেশী করে যাতে এই খেলায় ছোট  ছেলেমেয়েরা আগ্রহী হয় তার দিকে তারা বিশেষ ভাবে নজর রাখছেন। 

কলি ও অর্জুন* ছবির গান মুক্তি পেল ইউ টিউবে :

ছবি
বিশ্ব সংগীত দিবসের   শুভংকর ভৌমিক পরিচালিত কলি ও অর্জুন ছবির গান "কেউ আসছে বহু দূরে,,," মুক্তি পেল ইউ টিউবে। ড্রিম মেকlর্স প্রযোজিত, সৌমিত্র কুন্ডু সুরারোপিত, গৌতম সুস্মিতের গীতরচনায় এই গানটি গেয়েছেন সুজয় ভৌমিক ও মৌমিতা ভৌমিক। ঝাড়খণ্ড এর মনোরম লোকেশনে এই গানটিতে লিপ দিয়েছেন  রাজ,  ইন্দ্রানী দত্ত,খরাজ মুখার্জী, সুভদ্রা মুখার্জী, সাইফ। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি আগামী মাসের ৮ তারিখে মুক্তি পেতে চলেছে।

মেয়ের জন্মদিনে অভিনব উদ্যোগ সরকার দম্পতিরঃ

ছবি
  ছোট্ট  মেয়েটা কত সপ্ন নিয়ে পৃথিবীতে  এসেছিল কিন্তু  তার সেই ভেঙ্গে  দিল জটিল এক ব‍্যাধি যার নাম সেরিব্রাল পালসি। আজ ছয় বছর হল মেয়েকে হারিয়ে বুকে পাথর চাপা কান্না নিয়ে বেঁচে  আছেন অভিনেত্রী মধুমিতা সরকার  ও তার স্বামী  পরিচালন  সন্দীপ সরকার। তাই মেয়ের জন্মদিনে মেয়েকে স্বরণ করে এক অভিনব উদ্যোগ  নিলেন সরকার দম্পতি।  দূর্বার মহিলা সংগঠনের সাহায‍্যে   সমাজে পিছিয়ে  পড়া পঞ্চাশ জন শিশুদের  শিক্ষা  সামগ্রী এবং  খাবারের  প‍্যাকেট তুলে দেন। দূর্বারের তরফে জনসংযোগ  আধিকারিক  মহাশ্বেতা মুখার্জী জানান মধুমিতা সরকারের ইচ্ছেতে আজ এতো বড় একটা উদ্যোগ  সফল হল।  আর যিনি এই উদ্যোগ  নিয়েছিলেন সেই অভিনেত্রী  মধুমিতা সরকার জানালেন ঐ ছোট্ট  শিশুদের  যখন তিনি উপহার তুলে দিচ্ছিলেন  ওদের একরাশ আনন্দ  যেন বলে দিচ্ছিল  ছোট্ট  মেয়েটা আমাকে বলছে মা তুমি মন খারাপ করোনা আমি ওদের মধ‍্যে চিরকাল বেচে থাকবো তোমার ছোট্ট  সোনা মা হয়ে।...

৮ জুলাই আসছে *প্রথম বারের প্রথম দেখা*

ছবি
বেশ কিছুকাল বাদে বাংলা ছবির জগতে মুক্তি পেতে চলেছে একটি ঝকঝকে,তারুণ্যে ভরা টিন-এজ লাভ স্টোরি 'প্রথম বারের প্রথম দেখা '।যেখানে হিরো আর হিরোইনের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে আর্য দাশগুপ্ত এবং ঋত্বিকা সেন কে।ক্লাস ইলেভেনের মিষ্টি স্কুলগার্ল কুহেলীর সঙ্গে ক্লাস টুয়েলভের নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে বান্টির প্রেম।  সেই প্রেমে কি তাদের সোশ্যাল আর ইকনোমিকাল স্ট্যাটাস বাধা হয়ে দাঁড়াবে না কি সব পার্থক্য মুছে অবশেষে তারা এক হতে পারবে সেই প্রশ্নের উত্তর তো এই সিনেমা মুক্তি পেলে তবেই দর্শকেরা জানতে পারবেন।এই ছবির ইউ. এস. পি শুধুই প্রেম না বান্টির সঙ্গে তার চার অভিন্নহৃদয় বন্ধুর বন্ধুত্বও। এস. বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত ও আকাশ মালাকার পরিচালিত এই সিনেমায় দেখা যাবে একঝাঁক পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সমাহার।এই ছবির নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ,প্রসূন গাইন , পার্থসারথি , রাজু মজুমদার , রাজেশ , অর্পন , অর্চিষ্মান , আরত্রিকা , সত্যম , সঞ্জয় এবং আরও অন্যান্যরা।সঙ্গীত পরিচালনায় থাক...

মুক্তি পেল বাংলা ছবি রোহিণী

ছবি
সম্প্রতি মুক্তি পেয়ে গেলো মৃত্যুঞ্জয় ভক্ত পরিচালিত বাংলা হরর রোমান্টিক ছবি রোহিণী।  কলশ্রী অ্যার্ট এন্ড ফিল্মস প্রেজেন্টস এই রোহিণী ছবি জুড়ে আছে রোমহর্ষক কাহিনীর খন্ড চিত্র । দেবাশীষ দাস প্রযোজিত বাংলা ছবি রোহিণী এবার থেকে দেখা যাবে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রেক্ষাগৃহে  ।  বহুদিন পর একেবারে ভিন্ন স্বাদের ছবি নিয়ে মুক্তি পেলো রোহিণী। করণার গ্রাসে এই ছবির অনেক অভিনেতা প্রয়াত হয়েছেন। তার জেরে বহু তাল বাহানার মাঝে মুক্তি পেলো মৃত্যুঞ্জয় ভক্ত পরিচালিত বাংলা হরর রোমান্টিক ছবি রোহিণী। এদিন কলকাতার নজরুল তীর্থের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ছবিটি। রোহিণী দেখে খুব খুশি দর্শকেরা ।

মুক্তি পেয়ে গেলো অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অভিনীত শেষ বাংলা চলচ্চিত্র পঞ্চভুজ :

ছবি
একদিন কলকাতা নজরুল তীর্থে সকল তারকাদের নিয়ে মুক্তি পেলো এই চলচ্চিত্রটি। রানা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি জুড়ে থাকছে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অনেক স্মৃতি।  বাংলা সিনেমা যখন তলানিতে গিয়ে ঠেকেছিলো তখন একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল এর সাথে হাতে হাত মিলিয়ে লাগাতার ভাবে একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছে সে। জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেলেও সেই ভাবে যোগ্য সন্মান পাননি তিনি। তবে সৌমেন চট্টোপাধ্যায় প্রযোজিত পঞ্চভুজ চলচ্চিত্রে নায়কের ভুমিকায় অভিনয় করে গেছেন। একটাই আপসোস যে, তিনি ছবির সাফল্য দেখে যেতে পারলেন না।  মৃত্যুর পর মুক্তি পেলো অভিনেতা অভিষেক চ্যাটার্জীর অভিনীত শেষ বাংলা চলচ্চিত্র পঞ্চভুজ। এই ছবিতে মুখ্য ভুমিকায় রাঘবের চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছে সোমা বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য বিশিষ্ট কলাকুশলীরা।

শিশুরা সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে শিক্ষকদের অনুকরণ করে চলে প্রতি মুহুর্তে :

ছবি
একজন শিশুর চরিত্র গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিশুরা সজ্ঞানে হোক কিংবা অজ্ঞানে শিক্ষকদের অনুকরণ করে চলে প্রতি মুহুর্তে। একজন ছাত্রছাত্রীর পরীক্ষায় সাফল্যের পিছনে বাবা মায়ের পড়ে একজন শিক্ষকের ভূমিকা থাকে অনেক। তবে ছাত্র ছাত্রীদের সাথে একই মঞ্চে কজন শিক্ষক পান তাদের কৃতিত্বের সন্মান। কজন শিক্ষককে জানানো হয় বিশেষ ভাবে সাধুবাদ। তবে রাজনীতির উদ্ধে গিয়ে বরাহনগর ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রীদের সাথে সাথে শিক্ষকদের সংবর্ধনা জানানো হয়।  সারা বছর গাছ লাগানো কিংবা রক্তদান উৎসব এর মত সামাজিক কর্মসূচি নিয়ে মানুষদের পরিষেবা দিতে সচেষ্ট থাকে বরাহনগর ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন তারা বরাহনগর পৌরসভার অন্তর্গত ৪৫ জন  মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানান। এর সাথে সাথে এলাকার বহু গৃহ শিক্ষকদেরও বিশেষ ভাবে সন্মান জানান বরাহনগর ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা।  বরাহনগর ১৯ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজা ক...

জৈষ্ঠ্য মাসে মা মঙ্গল চন্ডীপূজোয় চন্ডীতলা মন্দিরে ভক্তের ঢলঃ

ছবি
আজ জৈষ্ঠ্য মাসের  শেষ মঙ্গলবার   তাই   আজ সকাল থেকে সুভাষগ্রাম চন্ডীতলা চন্ডীমন্দিরে ভক্তের ঢল নেমেছে। এদিন সকাল থেকে মা মঙ্গলচন্ডীকে দর্শন করে পূজো দেবার জন‍্য মন্দির প্রাঙ্গণে  ভক্তদের লাইন ছিল চোখে পড়ার মতো। মহিলাদের লাইন এতটাই লম্বা হয়ে যায় যে মন্দির প্রাঙ্গন ছাড়িয়ে তা রাস্তায়  চলে আসে। তবে এদিন মন্দিরে আগত দর্শনার্থীরা  যাতে কোন রকম অসুবিধা  না পরেন তার জন‍্য যথেষ্ট  পরিমানে সেচ্ছাসেবক  ছিল। দর্শনার্থীদের জন্যে   জলছত্রের ব‍্যবস্থা করা হয়। এদিন পূজো উপলক্ষ্যে  মন্দির প্রাঙ্গণে  মেলা  বসেছে। মন্দিরের পূজোর পালার দায়িত্বে  থাকা গৌরব চ‍্যাটার্জী ও বাবুলাল দেবনাথ  জানান করোনা  পরবর্তীতে এই বছর  দর্শনার্থীরা   ভক্তিভরে মায়ের দর্শন করতে পারছেন

প্রথম জামাই ষষ্ঠী নিবেদিতা ভবনে পালন করল সংহিতা-মধুসূদনঃ

ছবি
কথায় বলে ও ননদি আর দুমুঠো  চাল ফেলে দে হাড়িতে ঠাকুরজামাই এলো বাড়িতে। হ‍্যা ঠিক তাই আজ জামাই ষষ্ঠী তাই সকাল থেকে শ্বাশুড়িরা থালা সাজিয়ে  বসে থাকে তাদের জামাইদের জন‍্য। ঠিক তেমন নিবেদিতা হোমের দিদি অনিন্দিতা রায় তার প্রিয় জামাই মধুসূদনের জন‍্য সকাল থেকে রান্না ঘরে নানা রকম পদ রান্না করছিল। মধুসূদনের প্রিয় মাংস   রান্নায় কোন খামতি রাখেন নি অনিন্দিতা দি। ঘড়ির কাটায় ঠিক দশটা হোমে এসে পৌছল মধুসূদন সংহিতা তাদের কে বরণ করে নিলেন অনিন্দিতা দি আর বললেন আমার তো মেয়ে নেই কিন্তু  আজ সংহিতা মধুসূদনকে  কাছে পেয়ে  সত‍্যি সেই কষ্টটা পূরন হল।  হোমের শেল্টার ম‍্যানেজার দেবাশীষ  চক্রবর্তী  জানান এই হোমের আবাসিক  সংহিতার সাথে বিয়ে হয়  মধুসূদনের গত মাসে। আজ প্রথম জামাই ষষ্ঠীটা তাই নিবেদিতা হোমে ধুমধাম  করে করা হল। এই অনুষ্ঠানে  স্নেহ নামক সেচ্ছাসেবী  সংস্থার তরফে হাত বাড়িয়ে দেওয়া হয়। স্নেহের কর্নধার পায়েল ব‍্যানার্জী জানান সংহিতা দির প্রথম জামাই ষষ্ঠীতে তার কাছে আসতে পেরে খুব খুশী। আর যাদের জন্য  এই আয়োজন ...

হাওড়ায় শতাব্দী প্রাচীন দত্ত কেবিন :

ছবি
  সময়যটা ছিল ইংরেজ শাসন। সাল ১৯২০, হাওড়া গঙ্গার গা ঘেষে চাঁদমারী ঘাটের পাশ দিয়ে হাওড়া স্টেশনের দিকে যাবার সময় ট্রেনের নিত্যযাত্রীদের জন্য তৈরী হল পরপর কয়েকটি গুমটি ঘর। যেখানে যাত্রীরা খাবার খেয়ে ,খানিক বিশ্রাম নিয়ে চলে যেত স্টেশনের নির্দিষ্ট প্লাটফর্মে। অধুনা হাওড়া স্টেশন চাঁদমারী ঘাট ব্যাবসায়ী সমিতির অন্তর্ভুক্ত বন্দর স্বীকৃত এবং অনুমোদিত বেশ কয়েকটি হোটেল সারিবদ্ধ হাওড়া স্টেশনমুখি  খাবারের হোটেল এর অন্যতম "দত্ত কেবিন" ।  প্রতিষ্ঠাতা অম্বিকা কুমার দত্তর হাত ধরে পথ চলা শুরু এই *দত্ত কেবিনের*। ভোজনরসিক এই  হোটেল প্রথমে মেসার্স কিশোরী মোহন দত্ত অ্যান্ড ব্রাদার্স নামেই ছিল পরে তা *"দত্ত কেবিন"* নামে খ্যাত হয়। বাংলা ও বহুভাষী যাত্রীদের  কথা মাথায় রেখেই ফিশফ্রাই,ফিশ্ কাটলেট, ডেভিল সংগে ভাত ডাল আর মাছের ঝোল ছিল পদ।তারপর মোগলাই, এগরোল, পরোটা সহ্ আরো অনেক কিছু।  মাছ ভাত ৬০ টাকা আর নিরামিষ ৫০টাকায় পেট পূরণ করতে দত্ত কেবিনের দরজা খোলা জানালেন বর্তমান সময়ের কর্ণধার অঞ্জন দত্ত। নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে অঞ্জন বাবু শুরু করতে চান এমন এক ব...

ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

ছবি
শহরে একের পর এক খুন হতে থাকে। খুনের পরেই দেখা যায় একজন পাগলকে চলে যেতে, এবং ওই লোকটাকে দেখার সংগে সংগে একটা স্টিকার সাঁটাতে দেখতে পায় সকলে। কিন্তু পুলিশ ধরতে পারে না খুনিকে। পুলিশের নাজেহালের মধ্যেই পুলিশের অলক্ষ্যে ডিটেকটিভ দেবাশিষ দাস খুনের কিনারা করার জন্য উঠে পড়ে লাগে।  ডিটেকটিভ দেবাশিষের বোন তনিমা অনিমেষের কাছে টিউশন নেয়। দাদাকে খুনি ধরতে সাহা্য্য করে তনিমা।  অবশেষে সত্যিই দেবাশিষের জালে খুনি ধরা পড়ে। খুনিকে চিনতে পেরে দেবাশিষ অবাক।  পুলিশের জাল থেকে খুনি পালাতে গেলে পুলিশের এনকাউন্টারে মারা যায় খুনি।  খুনি কে? কেনই বা খুনি, খুনি হয়ে ঊঠল। এটা জানতে আমাদের দেখতে হবে *Murder 2020* সানইরাজ মুভিজ এর প্রযোজনায় ৫ পর্বের ওয়েভ সিরিজ "MURDER 2020" তৈরি হতে চলেছে। এই ওয়েব সিরিজের কাহিনীকার *সূরাজ*। পরিচালনার দায়িত্বে থাকছেন *সঞ্জয় দাস*। সৃজনশীল পরিচালনায় থাকছেন *বাপ্পা বন্দ্যোপাধ্যায়*। প্রযোজক *সুজাতা সাহা*।  অভিনয় থাকছেন- *সূরাজ, সুজাতা সাহা৷ ঈশান, জয় গাংগুলী, মাধব চট্যোপাধ্যায়, মহঃ আজিজ, সুরাজ আলি খান, অভিজিত দাস, সহেলি, রিয়াজ, স...