ওয়েভ সিরিজ *"MURDER 2020"* আসছে

শহরে একের পর এক খুন হতে থাকে। খুনের পরেই দেখা যায় একজন পাগলকে চলে যেতে, এবং ওই লোকটাকে দেখার সংগে সংগে একটা স্টিকার সাঁটাতে দেখতে পায় সকলে। কিন্তু পুলিশ ধরতে পারে না খুনিকে। পুলিশের নাজেহালের মধ্যেই পুলিশের অলক্ষ্যে ডিটেকটিভ দেবাশিষ দাস খুনের কিনারা করার জন্য উঠে পড়ে লাগে। 

ডিটেকটিভ দেবাশিষের বোন তনিমা অনিমেষের কাছে টিউশন নেয়। দাদাকে খুনি ধরতে সাহা্য্য করে তনিমা। 
অবশেষে সত্যিই দেবাশিষের জালে খুনি ধরা পড়ে। খুনিকে চিনতে পেরে দেবাশিষ অবাক। 
পুলিশের জাল থেকে খুনি পালাতে গেলে পুলিশের এনকাউন্টারে মারা যায় খুনি। 
খুনি কে? কেনই বা খুনি, খুনি হয়ে ঊঠল। এটা জানতে আমাদের দেখতে হবে *Murder 2020*
সানইরাজ মুভিজ এর প্রযোজনায় ৫ পর্বের ওয়েভ সিরিজ "MURDER 2020" তৈরি হতে চলেছে। এই ওয়েব সিরিজের কাহিনীকার *সূরাজ*। পরিচালনার দায়িত্বে থাকছেন *সঞ্জয় দাস*। সৃজনশীল পরিচালনায় থাকছেন *বাপ্পা বন্দ্যোপাধ্যায়*। প্রযোজক *সুজাতা সাহা*। 
অভিনয় থাকছেন- *সূরাজ, সুজাতা সাহা৷ ঈশান, জয় গাংগুলী, মাধব চট্যোপাধ্যায়, মহঃ আজিজ, সুরাজ আলি খান, অভিজিত দাস, সহেলি, রিয়াজ, সুজন নস্কর, সাহেব, মাস্টার রনি, কুমারী রুশা ঘোষ প্রমুখ।*

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভায় বিজেপি-সিপিআইএম ছেঁড়ে বিপ্লবের হাত ধরে তৃণমূলে যোগদান ৫০টি পরিবার :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**