৮ জুলাই আসছে *প্রথম বারের প্রথম দেখা*


বেশ কিছুকাল বাদে বাংলা ছবির জগতে মুক্তি পেতে চলেছে একটি ঝকঝকে,তারুণ্যে ভরা টিন-এজ লাভ স্টোরি 'প্রথম বারের প্রথম দেখা '।যেখানে হিরো আর হিরোইনের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে আর্য দাশগুপ্ত এবং ঋত্বিকা সেন কে।ক্লাস ইলেভেনের মিষ্টি স্কুলগার্ল কুহেলীর সঙ্গে ক্লাস টুয়েলভের নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলে বান্টির প্রেম। 
সেই প্রেমে কি তাদের সোশ্যাল আর ইকনোমিকাল স্ট্যাটাস বাধা হয়ে দাঁড়াবে না কি সব পার্থক্য মুছে অবশেষে তারা এক হতে পারবে সেই প্রশ্নের উত্তর তো এই সিনেমা মুক্তি পেলে তবেই দর্শকেরা জানতে পারবেন।এই ছবির ইউ. এস. পি শুধুই প্রেম না বান্টির সঙ্গে তার চার অভিন্নহৃদয় বন্ধুর বন্ধুত্বও।

এস. বি ফিল্মস এন্ড এন্টারটেইনমেন্ট নিবেদিত ও আকাশ মালাকার পরিচালিত এই সিনেমায় দেখা যাবে একঝাঁক পরিচিত এবং জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সমাহার।এই ছবির নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায় ,প্রসূন গাইন , পার্থসারথি , রাজু মজুমদার , রাজেশ , অর্পন , অর্চিষ্মান , আরত্রিকা , সত্যম , সঞ্জয় এবং আরও অন্যান্যরা।সঙ্গীত পরিচালনায় থাকছেন দেবব্রত।

আগামী ৮ই জুলাই,২০২২ দর্শকদের সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেতে চলেছে 'প্রথম বারের প্রথম দেখা'।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**