সুভাষগ্রামে হয়ে গেল ক্যারাটের পাঠশালাঃ
ছোট ছোট ছেলে মেয়েদের ক্যারেটেতে বেশী করে আগ্রহী করার জন্য আজ সুভাষগ্রাম কোদালিয়া বালিকা বিদ্যালয়ের পাশের মাঠে এক ক্যারাটে ক্যাম্প আয়োজন করা হয় মূলত এই ক্যাম্পে ছাত্রছাত্রীদের ক্যারাটে দক্ষতার উপর পরীক্ষা নেওয়া হয়। এই শিবিরের আয়োজক ছিল গ্লোবাল সতোকান ক্যারাটে এ্যাসোসিয়েশনের দঃ চব্বিশ পরগনা জেলা শাখা।
আজ ১২০জন পরীক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করেন এবং তারা স সন্মানে উত্তির্ণ হয়। এদিন পরীক্ষক সিহান তারকনাথ সর্দার জানান ছাত্রছাত্রীদের মধ্যে আরো বেশী করে ক্যারাটে কে জনপ্রিয় করতে হবে। তাছাড়া মেয়েদের আরো বেশি করে ক্যারাটে প্রশিক্ষণ দিতে হবে যাতে বর্তমান সময় দাড়িয়ে তারা নিজেদের প্রতিরক্ষা নিজেরা করতে পারে।আয়োজক সেনসাই সিদ্ধার্থ মাইতি জানান লকডাউনের পর আরো বেশী করে যাতে এই খেলায় ছোট ছেলেমেয়েরা আগ্রহী হয় তার দিকে তারা বিশেষ ভাবে নজর রাখছেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন