মেয়ের জন্মদিনে অভিনব উদ্যোগ সরকার দম্পতিরঃ

 

ছোট্ট  মেয়েটা কত সপ্ন নিয়ে পৃথিবীতে  এসেছিল কিন্তু  তার সেই ভেঙ্গে  দিল জটিল এক ব‍্যাধি যার নাম সেরিব্রাল পালসি। আজ ছয় বছর হল মেয়েকে হারিয়ে বুকে পাথর চাপা কান্না নিয়ে বেঁচে  আছেন অভিনেত্রী মধুমিতা সরকার  ও তার স্বামী  পরিচালন  সন্দীপ সরকার। তাই মেয়ের জন্মদিনে মেয়েকে স্বরণ করে এক অভিনব উদ্যোগ  নিলেন সরকার দম্পতি।
 দূর্বার মহিলা সংগঠনের সাহায‍্যে   সমাজে পিছিয়ে  পড়া পঞ্চাশ জন শিশুদের  শিক্ষা  সামগ্রী এবং  খাবারের  প‍্যাকেট তুলে দেন। দূর্বারের তরফে জনসংযোগ  আধিকারিক  মহাশ্বেতা মুখার্জী জানান মধুমিতা সরকারের ইচ্ছেতে আজ এতো বড় একটা উদ্যোগ  সফল হল। 
আর যিনি এই উদ্যোগ  নিয়েছিলেন সেই অভিনেত্রী  মধুমিতা সরকার জানালেন ঐ ছোট্ট  শিশুদের  যখন তিনি উপহার তুলে দিচ্ছিলেন  ওদের একরাশ আনন্দ  যেন বলে দিচ্ছিল  ছোট্ট  মেয়েটা আমাকে বলছে মা তুমি মন খারাপ করোনা আমি ওদের মধ‍্যে চিরকাল বেচে থাকবো তোমার ছোট্ট  সোনা মা হয়ে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**