প্রথম জামাই ষষ্ঠী নিবেদিতা ভবনে পালন করল সংহিতা-মধুসূদনঃ



কথায় বলে ও ননদি আর দুমুঠো  চাল ফেলে দে হাড়িতে ঠাকুরজামাই এলো বাড়িতে। হ‍্যা ঠিক তাই আজ জামাই ষষ্ঠী তাই সকাল থেকে শ্বাশুড়িরা থালা সাজিয়ে  বসে থাকে তাদের জামাইদের জন‍্য। ঠিক তেমন নিবেদিতা হোমের দিদি অনিন্দিতা রায় তার প্রিয় জামাই মধুসূদনের জন‍্য সকাল থেকে রান্না ঘরে নানা রকম পদ রান্না করছিল। মধুসূদনের প্রিয় মাংস   রান্নায় কোন খামতি রাখেন নি অনিন্দিতা দি। ঘড়ির কাটায় ঠিক দশটা হোমে এসে পৌছল মধুসূদন সংহিতা তাদের কে বরণ করে নিলেন অনিন্দিতা দি আর বললেন আমার তো মেয়ে নেই কিন্তু  আজ সংহিতা মধুসূদনকে  কাছে পেয়ে  সত‍্যি সেই কষ্টটা পূরন হল। 

হোমের শেল্টার ম‍্যানেজার দেবাশীষ  চক্রবর্তী  জানান এই হোমের আবাসিক  সংহিতার সাথে বিয়ে হয়  মধুসূদনের গত মাসে। আজ প্রথম জামাই ষষ্ঠীটা তাই নিবেদিতা হোমে ধুমধাম  করে করা হল। এই অনুষ্ঠানে  স্নেহ নামক সেচ্ছাসেবী  সংস্থার তরফে হাত বাড়িয়ে দেওয়া হয়। স্নেহের কর্নধার পায়েল ব‍্যানার্জী জানান সংহিতা দির প্রথম জামাই ষষ্ঠীতে তার কাছে আসতে পেরে খুব খুশী। আর যাদের জন্য  এই আয়োজন সেই মেয়ে জামাই হোমের আথেথিয়তায় মুগ্ধ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

**বসন্ত রঙে মেতে উঠল বেলঘড়িয়া নিউ বাসুদেবপুর রোড অধিবাসী**

পূর্ব কলকাতায় গাঙ্গোর মহোৎসব উদযাপন :

**বাংলার সন্মান বেঙ্গল এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২০**